নয়াদিল্লির মঞ্চে ঢাবির সাঁঝবেলার বিলাপ
উপমহাদেশের মঞ্চ নাটকের তীর্থস্থান বলে খ্যাত ভারতের নয়াদিল্লীতে অবস্থিত ন্যাশনাল স্কুল অব ড্রামা’তে (এনএসডি) আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম এশিয়ান প্যাসেফিক এপিবি সাত দিনব্যাপি নাট্যোৎসব, সেমিনার ও নাট্যকর্মশালা। এবারের নাট্যোৎসবে এশিয়ার অন্যান্য দেশের নাটকের সাথে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়ে অনন্য এক সম্মানের অধিকারী হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক।
জ্যঁ রাসিনের ফরাসি ধ্রুপদী নাটক ‘ফেইড্রা’র অসিত কুমার কৃত বাংলা অনুবাদ অবলম্বনে ‘সাঁঝবেলার বিলাপ’ প্রদর্শিত হবে নাট্যোৎসবটিতে। বিভাগের অগ্রজ অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এমএ(শেষ বর্ষ) শিক্ষার্থীরা।
নাটকটি প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন, ‘ফেইড্রা এমন একটি ক্লাসিক্যাল নাটক যার বিষয়বস্তু ঘটনাপ্রবাহ এখনও সমসাময়িক বিশ্বে বেশ জোড়ালোভাবেই প্রাসঙ্গিক। আমরা নাটকটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছি ‘সাঁঝবেলার বিলাপ’ শিরোনামে। আমাদের দৃঢ়বিশ্বাস অন্যান্যবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক এনএসডিতে ভূয়সী প্রসংশা অর্জন করবে।’
তিনি আরো বলেন, ‘নয়াদিল্লী থেকে ফিরে ঢাকার দর্শকদের জন্য বিভিন্ন স্থানে নাটকটি প্রদর্শনের ব্যবস্থা করবো। এমনকি ঢাকার বাইরেও বিভাগীয় শহরগুলোতে মঞ্চায়নের পরিকল্পনা আমাদের রয়েছে।’
এক ঘন্টা ব্যাপ্তিকালের নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস বাসেত, আফরিন তোড়া, ইসতিয়াক খান পাঠান, ধীমান চন্দ্রবর্মন, রানা নাসির, সাওগাতুল ইসলাম হিমেল এবং সাফওয়ান মাহমুদ। ড্রামাতুর্গ ও নাট্যকথন ও গীতরচনায় শাহমান মৈশান ; মঞ্চ, আলো ও দ্রব্য পরিকল্পনায় আশিক রহমান লিয়ন ; পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, আশিক রহমান লিয়ন, কাজী তামান্না হক সিগমা ; রূপসজ্জা পরিকল্পনায় রহমত আলী ; সংগীত পরিকল্পনা ও প্রয়োগে সাইদুর রহমান লিপন, কাজী তামান্না হক সিগমা এবং দেহবিন্যাসে অমিত চোধুরী।
এলএ/আরআইপি