ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মেঘে ঢাকা শহরের নাসিম

প্রকাশিত: ১১:০৪ এএম, ১১ অক্টোবর ২০১৬

টিভি পর্দার দর্শকদের কাছে জনপ্রিয় মুখ অভিনেতা আহসান হাবিব নাসিম। খুব বেশি নাটকে কাজ না করলেও স্বল্প উপস্থিতিতেও তিনি বেশ প্রশংসিত একজন অভিনেতা। লাজুক চেহারা আর মার্জিত আচরণের এই অভিনেতা বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন।

একটি রুদ্র মাহফুজের রচনায় ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘মেঘে ঢাকা শহর’ এবং অন্যটি সাইফুল ইসলাম মান্নুর ‘আমি তুমি ভীষণ একা’। তারকাবহুল ‘মেঘে ঢাকা শহর’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে। অন্যদিকে ‘আমি তুমি ভীষণ একা’ নাটকটি বর্তমানে চ্যানেল আইতে প্রচার হচ্ছে।

nasim

সম্প্রতি এই অভিনেতার সঙ্গে কথা হলো ‘মেঘে ঢাকা শহর’ নাটকের শুটিং স্পটে। তিনি বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটা অনেক ম্যাচিউর। শহরে বসবাস করা একটা একান্নবতী পরিবারের মেজো ছেলে আমি। যে ছেলেটা সবার সঙ্গে খুব মজা করে। হালকা মেজাজের এবং তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। একটা সময় দেখা যাবে যে পরিবারের সব দায়িত্ব এসে পড়ে ছেলেটার কাঁধে। এভাবেই আমার চরিত্রটা সামনের দিকে আগায়।’

nasim

নাসিম আরো বলেন, ‘চমৎকার একটি পারিবারিক গল্পের আবহে নির্মিত হচ্ছে ‘মেঘে ঢাকা শহর’ নাটকটি। পরিবারের সবাইকে নিয়ে বসে এনজয় করার মতো একটি নাটক। আমার বিশ্বাস নাটকটি দেখলে দর্শকরা শহুরে জীবনে আবারো পরিবারের সবাই মিলে একসঙ্গে বসবাস করতে চাইবেন।’

নাসিমের সমসাময়িক অনেক অভিনেতাই অভিনয় নিয়ে তুমুল ব্যস্ত। অথচ তাকে খুব বেশি দেখা যায়না। কারণ কী? উত্তরে নাসিম বললেন, ‘আমি আগে নিয়মিত নাটকে কাজ করতাম। কিন্তু এখন আমার ব্যস্ততা ব্যবসা নিয়ে। একটি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আমি। তাই ব্যবসা সামলাতে গিয়ে খুব বেশি নাটকে কাজের প্রস্তাব থাকলেও করা হয়ে ওঠেনা। তবে মাসে ২-১টি খন্ড নাটকে কাজ করি নিজের একান্তই পছন্দের জায়গা থেকে। আর নতুন করে দুটি ধারাবাহিকে যুক্ত হলাম এগুলোর গল্প ও নির্মাণের টানে।’
 
নাটকের বর্তমান অবস্থা সম্পর্কে নাসিম বলেন, ‘আমার কাছে মনে হয় নাটকে মান আগে খুব ভালো ছিল। এরপর কিছুটা দুঃসময় পার করলেও এখন আবার নাটকের আঙিনা চাঙ্গা হচ্ছে। ভালো গল্প আসছে, নির্মাণের মুন্সিয়ানা আসছে। তবে এখন উচিত বিজ্ঞাপনগুলো একটু ধরাবাঁধা নিয়মে প্রচার করা। এটা নাটকে দর্শকদের বিমুখের অন্যতম কারণ।’

nasim

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন