ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্র প্রযোজনায় আসছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশিত: ০৮:১৬ এএম, ১১ অক্টোবর ২০১৬

এক যুগ ধরে রাজধানীর চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রিয় আঙিনা স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটিতে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি দিনে দিনে জনপ্রিয়তা পেয়েছে সব শ্রেণির মানুষের কাছে। স্টার সিনেপ্লক্স মানেই সুন্দর চলচ্চিত্র, মনোরম পরিবেশ আর উপভোগের সব আয়োজনে পূর্ণ সিনেমা হল।

এবারে জানা গেল দারুণ এক খবর। প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লেখাতে চলেছে স্টার সিনেপ্লেক্স- নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে দুটি চলচ্চিত্র নির্মাণ করবে স্টার সিনেপ্লেক্স। তার একটি হবে যৌথ প্রযোজনার ছবি। অন্যটি এককভাবে প্রযোজনা করা হবে। তবে কোন দেশের সঙ্গে যৌথভাবে ছবি নির্মিত হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান জাগো নিউজকে বলেন, ‘মানুষ ও মানবিকতাকে উপজীব্য করে নান্দনিক গল্প দর্শকের মন ছুঁয়ে যায়। এমন গল্প নিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণে প্রযোজনা করার কথাও ভাবছি আমরা। প্রথমে একটি একক ও একটি যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করা হবে। আমরা চেষ্টা করবো, আমাদের ছবিগুলোতে দেশীয় সংস্কৃতি, রুচি ও দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিতে।’

তিনি আরো বলেন, ‘দেশীয় চলচ্চিত্র ও শিল্পীদের আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে উপস্থাপন করতে চাই। সে ভাবনা থেকেই একক প্রযোজনার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কথা ভাবছি।’

এর আগে গেল শনিবার (৮ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সের এক যুগপূর্তিতে দেশব্যাপী একশত হল নির্মাণের ঘোষণা দেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। এক যুগ পূর্তি উপলক্ষে নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। যুগপূর্তির শুভক্ষণে দর্শক, শুভানুধ্যায়ী, স্পন্সরদাতা, চলচ্চিত্র নির্মাতা, পৃষ্ঠপোষকসহ স্টার সিনেপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা কয়েক মাস ধরেই লক্ষ করেছি দর্শক আবারো বাংলা ছবি দেখতে হলে ফিরছেন। তাদের অনেকের অভিযোগ হলের পরিবেশ নিয়ে। দেশের সব শ্রেণির দর্শককে আধুনিক সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ করে দিতে আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা নিয়েছি আমরা। সেই পরিকল্পনার আওতায় দেশজুড়ে ডিজিটালাইজড ও আকর্ষণীয় পরিবেশ সমৃদ্ধ শতাধিক হল নির্মাণ করতে চাই। রাজধানী ঢাকা দিয়েই এর বাস্তবায়ন শুরু হবে। ধীরে ধীরে জেলা পর্যায়ে হল নির্মাণ করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটক, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরু থেকে গানে গানে অতিথিদের মাতিয়ে রাখেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। পুরনো দিনের চলচ্চিত্র থেকে শুরু করে এ সময়ের চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। রাত ৮ টায় অনুষ্ঠিত হয় কেক কাটা পর্ব। বিশিষ্ট অতিথি ও চলচ্চিত্র তারকাদের নিয়ে কেক কাটেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। এরপর পথচলার ১২ বছরে স্টার সিনেপ্লেক্সের সহযোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিদের জন্য মীরা নায়ারের ‘কুইন অব ক্যাটউই’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সায়মন-এ একটি হল চালু হয়েছে।

এলএ/এবিএস

আরও পড়ুন