হিরোদের মঞ্চ মাতালেন বুবলী
এবারই প্রথমবার রুপালি পর্দার বাইরে কোনো মঞ্চে নাচলেন হালের চিত্রনায়িকা শবনম বুবলী। সেটি হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো; পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে জমকালো এক আসরে বসে হিরো বাছাইরের চূড়ান্ত পর্ব। সেখানে বুবলী তার অভিনীত ‘বসগিরি’ ছবি ‘বুবলী বুবলী বুবলী’ শিরোনামের গানের সঙ্গে পারফর্ম করেন। বুবলীর সঙ্গে ছিলেন টপ ফাইভ প্রতিযোগীর একজন তন্ময়। অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শক বুবলীর নাচের সঙ্গে মেতে ওঠেন।
বুবলী ছাড়াও মঞ্চে আলাদাভাবে বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেন অমৃতা, স্পোর্শিয়া, তানজিন তিশা ও শাহতাজ। তাদের বিপরীতে ছিলেন চার প্রতিযোগী পুশন, সজীব, বাঁধন এবং নীল।
এছাড়া ঢাকাই ছবির জনপ্রিয় জুটি বাপ্পী-মাহিও বেশ কিছু জনপ্রিয় গানের পারফর্ম করেন। সবগুলো গানের কোরিওগ্রাফি করেন তানজিল আলম।
উল্লেখ্য, ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো; পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ এবারের আসরে সারাদেশ থেকে প্রায় ৩০ হাজারের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। তারপর বিভিন্ন রাউন্ড অতিক্রম করে চূড়ান্ত পর্বে আসেন পাঁচজন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং অতিথি বিচারক ফেরদৌস।
এনই/এসএইচএস/আরআইপি