দক্ষিণ কোরিয়ার ডাকে বাংলাদেশের পিয়া
শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও মডেল পিয়া জান্নাতুলের বেশ খ্যাতি রয়েছে। দেশের বাইরে অনেক জমকালো আসরে মডেলিং, র্যা ম্পে হাঁটা, রেড কার্পেটে পা মাড়ানোসহ অনেক অভিজ্ঞতাই সঞ্চার হয়েছে তার ঝুলিতে। নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আবারো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন পিয়া।
এবার তার ডাক এসেছে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে। বিশ্বের ২৫টি দেশ থেকে ২৫ জন টপ মডেল উপস্থিত থাকবেন সেখানে। মূল উদ্দেশ্য থাকবে রেড কার্পেটে হাঁটা। আর সে কারণে আজ রাতের ফ্লাইটে ঢাকা ছাড়বেন পিয়া। সেখানে থাকবে ৩-৪ দিন।
পিয়া জানালেন, ‘দেশের বাহিরে এরআগে বহু অনুষ্ঠানে যোগ দিয়েছি। বিষয়টি সবসময়ই আমার কাছে উপভোগ্যের। তাছাড়া বিশ্ব মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে।’
এবার দ্বিতীয়বারের মত দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পিয়া। প্রথমবার গিয়েছিলেন ২০১১ সালে।
উল্লেখ্য, মডেলিংয়ে পিয়া জান্নাতুলের জনপ্রিয়তা আকাশ চুম্বি! অভিনয়েও তিনি নজর কেড়েছেন নাটক-চলচ্চিত্রে। কিছুদিন আগে তিনি বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’র ‘কভার গার্ল’ হয়েছেন। যেটি বিশ্বের ২০টিরও বেশি দেশে তিন কোটি কপি প্রকাশ পাবে আগামী ৮ অক্টোবর (শনিবার)।
এনই/এবিএস