ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হাবিবের সুর-সঙ্গীতে গাইলেন নির্ঝর

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

২০০৫ সালে নির্ঝরের কণ্ঠে আশা ভোঁসলের গাওয়া `একটা দেশলাই কাঠি জ্বালাও` গানটির সঙ্গীতায়োজন করেছিলেন হাবিব ওয়াহিদ। এই গানটি নতুন করে গাওয়ার মাধ্যমে  আলোচনায় এসেছিলেন সঙ্গীতশিল্পী আজমেরী নির্ঝর। অনেক বছর পর আবারো হাবিবের সুর ও সঙ্গীতে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন নির্ঝর। তবে অ্যালবাম কিংবা চলচ্চিত্রের জন্য নয়, একটি নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন হাবিব নিজেই।

সম্প্রতি হাবিব ওয়াহিদের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। `কেউ বোনে আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধারে  মেঘে ঢাকা শহর` এমন কথার গানটির গীতিকার জাহিদ আকবর। দীর্ঘদিন পর হাবিবের সঙ্গে গান গাইতে পেরে খুশি নির্ঝর। তিনি বলেন, `গানটির কথা ও সুরে অন্য রকম একটা ভালো লাগার ব্যাপার আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।`

এইচএন/আরআইপি