ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হিন্দি গানে নাচছেন নিরব

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৫ অক্টোবর ২০১৬

ঢাকাই ছবির হার্টথ্রব চিত্রনায়ক নিরব অভিনীত বলিউডের ছবি ‘বালা’র নির্মাণ কাজ শেষের দিকে। আজ ব্যাঙ্গালুরুর কোলার নামের একটি চমৎকার লোকেশনে চলছে ছবিটির গানের শুটিং। সেখানেই হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন তিনি।  

ফেসবুকে নিরব জানালেন, ‘ইশকসারফিরা’ শিরোনামের একটি গানের শুটিং চলছে। সঙ্গে রয়েছেন সেনশেসন কাভিতা রাধেশ্যাম। এরই মধ্যে ছবির ৮০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোলার অসম্ভব সুন্দর একটি জায়গা। আর আমরা যেখানে শুটিং করছি ঠিক এখানেই অজয় দেবগানের ‘দৃশ্যাম’ ছবির শুটিং হয়েছিল। আর আজ আমাদের পাশেই তামিল একটি ছবির শুটিং হচ্ছে। সবকিছুই এনজয় করছি।’

nirab

এদিকে আগামী ১০ কিংবা ১২ তারিখ শুটিং শেষ করে মুম্বাই যাবেন নিরব। তারপর ব্যক্তিগত কিছু কাজ সেরে দেশে ফিরবেন বলে জানান।

উল্লেখ্য, ‘বালা’ ছবিটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ। নিরব ছাড়া আরো অভিনয় করছেন বলিউডের কাভিতা রাধেশ্যাম, পাকিস্তানের মিরা খান প্রমুখ। ছবির চিত্রগ্রহণে আছেন নন্দা গোপাল, ডিওপি জয় সুরেশ এবং সহকারী পরিচালক হিসেবে আছেন প্রভু দেব।

এনই/এইচএন/এমএস

আরও পড়ুন