রংপুর রাইডার্সের পরিচালক ভাবনা
বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমকালো আসর বিপিএল। এখানে প্রতি বছরই দেখা যায় অনেক চমক। দেশের তারকা খেলোয়ারদের পাশিপাশি মাঠ কাঁপাতে নামেন বিশ্বের সব নামী দামি ক্রিকেটারগণ।
অনেক চমকের ভিড়ে এবারের আসরে ভিন্ন স্বাদের চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একজন ক্রিকেট পাগল তারকা হিসেবে পরিচিতি আছে তার। মাঠে গিয়ে অনেকবারই উপভোগ করেছেন সাকিব-তামিমদের ব্যাট-বলের বাহাদুরি। কিন্তু ক্রিকেটের সঙ্গে এবার সরাসরিই যুক্ত হলেন অভিনয়ে নতুন প্রজন্মের এই প্রিয়মুখ।
ভাবনা জানালেন, বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সের একজন পরিচালকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
ভাবনা বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের এক ব্যাপার। আমি রংপুরের মেয়ে। নিজের এলাকার প্রতি বাড়তি টান তো থাকবেই। সে ভাবনা থেকে প্রতিবারই রংপুর রাইডার্সের সমর্থন করি। তবে এবার সমর্থন হবে আরো অনেক দািয়ত্বের সাথে।’
তিনি বললেন, ‘আমাকে প্রথমে এই দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো। আমি তখন বললাম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের আসলে কোনো কাজ থাকে না। বিশেষ করে বাংলাদেশে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমি যদি দলে থাকি তাহলে আমি মাঠ পর্যায় কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই আমি পরিচালকের দায়িত্ব নেই। সকলের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস। আমার উপর আস্থা রাখার জন্য মিজান ভাইয়ের [মিজানুর রহমান] প্রতি আমি কৃতজ্ঞ।’
ভাবনা জানালেন, এই মুহূর্তে দল গোছানোর কাজ চলছে। এবারে অনেক চমক থাকবে রংপুর রাইডার্সে।
এদিকে দলটির আরেকজন পরিচালক নিযুক্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।
প্রসঙ্গত, অনিমেষ আইচের ছবি ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় আছেন আশনা হাবিব ভাবনা। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এখানে ভাবনা অভিনয় করেছন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে।
এলএ/পিআর