আয়নাবাজি দেখবেন সাকিব আল হাসান
অমিতাভ রেজা পরিচালিত বহুল আলোচিত ‘আয়নাবাজি’ ছবিটি অবশ্যই দেখবেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। চমকপ্রদ এমন খবর জানা গেল সোমবার দিবাগত রাতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ফেসবুক পোস্টে।
সেখানে দেশসেরা এই তারকা ক্রিকেটার সঙ্গে একটি সেলফি পোস্ট করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যাপশনে লেখেন, ‘আয়নাবাজি’র শুটিংয়ে এসেছিলেন অল রাউন্ডার। অনেকক্ষণ শুটিং দেখে সেদিনই সাকিব আল হাসান আমাকে বলেছিলেন চঞ্চল ভাই- ‘অবশ্যই আয়নাবাজি দেখবো।’
বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী ফেসবুকে জাগো নিউজকে জানান, ‘রাজধানীর কোক স্টুডিওতে গেল বছর ‘আয়নাবাজি’র শুটিং দেখতে এসেছিলেন সাকিব আল হাসান। তখন তিনি আমাদের শুটিং দেখে মুগ্ধ হয়েছিলেন আর ফেরার সময় বলেছিলেন ‘অবশ্যই তিনি আয়নাবাজি দেখবেন।’
এদিকে, বর্তমানে আফগানদের সঙ্গে খেলা চলছে বাংলাদেশের। শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর। তারপরই ৭ অক্টোবর ইংল্যান্ড বধে নামবে টাইগাররা। তবে চঞ্চল চৌধুরী আশা করছেন, এরমধ্যেই সুযোগ বের করে আয়নাবাজি দেখবেন সাকিব।
প্রসঙ্গত, ‘আয়নাবাজি’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমুখ।
`আয়নাবাজি` ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনায় করেছে কনটেন্ট ম্যাটার্স। এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড।
এনই/বিএ