ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরছেন বাপ্পি

প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

শারীরিক অসুস্থতার কারণে প্রায় দুই মাস লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। তবে ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্ট নিয়ে শরীরে এখন সুস্থতা অনুভব করছেন তিনি। সে কারণে আবারো পুরোনো ছন্দে ফিরছেন এই অভিনেতা।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বাপ্পি ঢাকার আমিন বাজারে শুটিং করবেন নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির। এ ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। তবে তিনি শুটিংয়ে থাকছেন না, থাকবেন মিশা সওদাগর। টানা আট দিন এই ছবির শুটিংয়ে অংশ নেবেন বাপ্পি। এরপরই বাপ্পি কাজ করবেন হাতে জমা থাকা ছবিগুলোর।

জাগো নিউজকে বাপ্পি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি প্রায় দুই মাসের মতো সম্পূর্ণ বিশ্রামে ছিলাম। সবার দোয়ায় এখন সুস্থ। তাই আবারো প্রিয় কর্মজগতে ফিরতে যাচ্ছি। এখন নিয়মিত শিডিউলে একেএকে বাকি থাকা ছবিগুলোর কাজ শেষ করবো।’

এদিকে, বাপ্পি অভিনীত ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’ ছবিটি আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। এছাড়া অখিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’, সাফি উদ্দিন সাফির ‘মিসডকল’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ছবি পরপর মুক্তি পাবে।

বর্তমানে বাপ্পির হাতে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে অনন্য মানুনের ‘আমি তোমার হতে চাই’, সাফি উদ্দিন সাফির ‘রাজকুমার’, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, এম সাখওয়াত হোসেনের ‘আসমানী’, তাজুল ইসলামের ‘গোপন সংকেত’ এবং গাজী জাহাঙ্গীর ‘প্রেমের বাঁধন’ ইত্যাদি।

উল্লেখ, শারীরিক অসুস্থতার জের ধরে পাকস্থলীর অপারেশন করেন বাপ্পি চৌধুরী। যার কারণে প্রায় দুই মাস ছিলেন কাজের বাইরে। এসময় তিনি কোনো শুটিংয়েই অংশ নেননি। এমনকি তার অন্য ছবির ডাবিং কিংবা টিভি চ্যানেলের চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো ঈদ অনুষ্ঠানেও দেখা যায়নি।

এনই/বিএ