সালমান শাহ স্মরণে এফডিসিতে শুটিং ফ্লোর চান বুবলী
অমর নায়ক সালমান শাহ চলে গেছেন ২০ বছর হয়ে গেছে। তিনি চলে গেলেও ভক্তদের অন্তরে আজও তিনি অম্লান, চিরসবুজ, অমর। এখনো তার ছবি প্রেক্ষাগৃহে গেলে লাইন ধরে টিকিট বিক্রি হয়। এখনো তার ছবি বা ছবির গান টিভিতে প্রচার হলে দর্শক হাতের কাজ ফেলে মুগ্ধ হয়ে তা উপভোগ করেন। আর আফসোস করেন এমন দুর্দান্ত অভিনেতার অকাল প্রয়াণের জন্য।
সালমান ছিলেন ঢাকাই ছবির জন্য আশীর্বাদস্বরুপ। তার ২৭টি ছবির প্রায় প্রতিটি ছবিই ছিলো সুপারহিট। অথচ এই বিশ বছরে সালমান ও তার স্মৃতিকে সংরক্ষণ করতে কোনো রকম উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড (এফডিসি)-এ। এমনকী তিনি উপেক্ষিত থেকে গেছেন শিল্পী সমিতি ও পরিচালক-প্রযোজক সমিতির কাছেও। জন্ম-মৃত্যু বার্ষিকীগুলোতে মিলাদ মাহফিল ছাড়া আর কিছুই তাদের আয়োজন থাকে না সালমানকে ঘিরে। অথচ, বিশ বছর ধরেই সালমান ভক্তরা দাবি করে আসছেন অমর নায়কের স্মরণে এফডিসিতে উল্লেখযোগ্য কিছু করা হোক।
এবার একই দাবি করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি সালমান শাহকে এফডিসিতে উজ্জ্বল করে রাখতে তার স্মরণে একটি শুটিং ফ্লোর স্থাপনের দাবি জানিয়েছেন।
বুবলী বলেন, ‘সালমান শাহ মারা যাবার বিশ বছর পরও তুমুল জনপ্রিয় একজন নায়ক। কিন্তু তার স্মরণে আমাদের চলচ্চিত্রের আঁতুড় ঘর খ্যাত এফডিসিতে তেমন কিছুই নেই! এখানে কোথাও খুঁজে পাওয়া যায় না বাংলা ছবির এই যুবরাজকে।’
বুবলী আরো বলেন, ‘এফডিসিতে আমাদের প্রয়াত জসিম সাহেবের নামে ফ্লোর (২ নং) আছে। এবং আরো কয়েকজন খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের স্মরণে অনেক কিছুই আছে। তবে সালমান শাহের নামে কিছু নেই। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমার মনে হয় সালমান শাহ’র মতো কালজয়ী একজন সুপারস্টারের স্মরণে কিছু একটা করা উচিত আমাদের। এ জন্য এফডিসি কর্তৃপক্ষের পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সুদৃষ্টি কামনা করছি আমি। তারা চাইলেই সালমান শাহের নামে একটি ফ্লোর করা যেতে পারে। আর এটা অবাস্তব কোনো কিছু হবে না।’
এবারের কোরবানী ঈদে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ এবং ‘শ্যুটার’ নামে দু’টি ছবিতে রাজকীয় অভিষেক হওয়া এই নায়িকা মনে করেন, ‘সালমান শাহ স্মরণে আমাদের এফডিসিতে শুটিং ফ্লোর নির্মাণ করা হলে এর মাধ্যমে আমরা কিছুটা হলেও তার প্রতি সম্মান দেখাতে পারবো। আর শুধু জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী নয়, সবসময়ই তাকে আমরা মনে করতে পারবো।’
এনই/এলএ/এমএস