ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পূজায় মিমের গোয়েন্দাগিরি

প্রকাশিত: ১০:০৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

‘ম্যাংগোলি চ্যানেল আই সেরা নাচিয়ে’র উপস্থাপিকা হিসেবে আলোচনায় মিম চৌধুরি। এরপর শাকিব খানের সঙ্গে ‘লাভ এক্সপ্রেস’ ও প্রসূন রহমানের সরকারি অনুদানের ছবি ‘সুপতার ঠিকানা’ নামে দু’টি ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন মিম।

এছাড়া নাটক আর বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। এবারের ঈদে মিম অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হচ্ছে। সম্প্রতি মিম শেষ করেছেন নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।

মিম জানালেন, ‘বর্তমানে ছবিটির শুটিং এবং ডাবিং শেষ। আগামী পূজায় ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পাবে।’  

তিনি আরো বলেন, ‘বড়পর্দায় কাজের অনেক অফার থাকলেও করা হয়নি। কিন্তু ‘গোয়েন্দাগিরি’ ছবিটির কাহিনী একেবারেই আলাদা। হরর থ্রিলারধর্মী। চিত্রনাট্যও অসাধারণ। এজন্যই কাজটি করেছি। ছবিতে আমার চরিত্রের নাম গোয়েন্দা পিংকি। পিংকি অনেকটা জনপ্রিয় কমিক ক্যারাকটের ‘পিংকি’র মতো। বেশ চঞ্চল একটা মেয়ে। সারাক্ষণ ফেসবুকিং আর গসিপিং নিয়ে থাকে। সিডনী শেলডন আর শার্লক হোমসের ফ্যান সে।’

নির্মাতা নাসিম সাহনিক জানান, ‘ছবির বেশিরভাগ শুটিং করা হয়েছে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। চলতি মাসের শেষে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে পূজায় মুক্তি ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পাবে।’

নোমান ফিল্মস প্রযোজিত ‘গোয়েন্দাগিরি’ ছবিতে মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, লাক্স তারকা চৈতি, তানিয়া বৃষ্টি, সীমান্ত আহমেদ, প্রিন্স রাজন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, রুবেল, শিখা খান ,শম্পা হাসনাইন প্রমুখ।

এনই/আরআইপি

আরও পড়ুন