ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিব সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০২:৫৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আহমেদ শরীফকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিব খান। একই প্যানেলের ওমর সানী ও নাদির খান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

অপরদিকে শাকিব খান-মিশা সওদাগর প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিজু আহমেদ শনিবার ভোররাত পৌনে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডন, দফতার ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কমল।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আমির সিরাজী, আলী রাজ, জনাব আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি।

বিএফডিসিতে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৫৮৩ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোট দেন।

সভাপতি পদে শাকিব খান ৩৫৬ ও আহমেদ শরীফ ৭১ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অমিত হাসান ২৪৭ ও মিশা সওদাগর পেয়েছেন ১৮০ ভোট। সহসভাপতি পদে ওমর সানী ২৮৮ ও নাদির খান পেয়েছেন ২৯০ ভোট।

কার্যকরী পরিষদের সদস্য পদে সর্বোচ্চ ৪০৭ পেয়ে ভোট নির্বাচিত হয়েছেন আলীরাজ। প্রথমবারের মতো নির্বাচন করে ববি পেয়েছেন ২৬৬ ভোট। মৌসুমী পেয়েছেন ৪০৩ ভোট।

বিএ/আরআইপি