দেড় যুগ পূর্ণ করলেন ওমর সানি ও মৌসুমী
সুখময় দাম্পত্য জীবনের দেড় যুগ পূর্ণ করলেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। গতকাল তাদের বিবাহিত জীবনের ১৮ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৬ সালের এই দিনে ওমর সানি-মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তৎকালীন হোটেল শেরাটনে (বর্তমান রূপসী বাংলা) অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিনের প্রেমের ফসল হিসেবে দু’টি মনের মিলনে চলচ্চিত্র শিল্পের গণ্যমান্য ব্যক্তিরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দাম্পত্য জীবনের দেড় যুগ পূর্ণ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর সানি-মৌসুমী দু’জনেই একই সুরে বলেন, মহান আল্লাহর অসীম রহমতে আমরা সুখী জীবনযাপন করছি। আমাদের দুটি সন্তান আছে। ফারদিন ও ফাইজাকে মানুষ করাই আমাদের প্রধান দায়িত্ব। আল্লাহ যাতে আমাদের এই সুযোগটা দেন। ওমর সানি-মৌসুমী বলেন, আজ বেশি করে মনে পড়ছে আমাদের মা-বাবার কথা। মৌসুমী বলেন, আজ আমার বাবা নেই, শ্বশুর-শাশুড়ি নেই। আনন্দের এই দিনে তাদের খুবই মিস করছি। ছেলেমেয়ের মাঝেই তাদের খুঁজছি। ওমর সানি বলেন, নির্মম এই বাস্তবতার অপূর্ণতা ছাড়া আমাদের আর কোন দুঃখবোধ নেই। বিবাহবার্ষিকীর প্রথম রাতেই আমরা ছেলেমেয়েকে নিয়ে আনন্দ করেছি। মৌসুমী বলেন, আম্মা আর ইরিন আমাদের আনন্দকে বাড়িয়ে দিয়েছিল। তবে আরেক বোন স্নিগ্ধাকে খুবই মিস করেছি। অবশ্য স্নিগ্ধা আমেরিকা থেকে ঠিকই সময় মতো উইশ করেছে। ওমর সানি বলেন, আমাদের বিবাহবার্ষিকীতে আমরা আমাদের ভক্তদের জন্যও উপহার রেখেছিলাম।
গতকাল দুপুরে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে আমার কাহিনী নিয়ে মৌসুমী অভিনীত টেলিফিল্ম ‘অ্যাসাইনমেন্ট’। তোহা মোরশেদ রুম্মান পরিচালিত এই টেলিফিল্মে মৌসুমীর সঙ্গে ছিলেন শহীদুজ্জামান সেলিম, নিশো এবং একটি বিশেষ চরিত্রে আমি। বিবাহবার্ষিকী মাথায় রেখেই টেলিফিল্মটি আমি রচনা করেছি এবং চ্যানেল আই এই বিশেষ দিনেই সেটা প্রচার করে আমাদের কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। আমরা সবার দোয়া, ভালবাসা, সহযোগিতা ও মহান আল্লাহর রহমত নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। ওমর সানি-মৌসুমী প্রয়াত পরিচালক দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর তারা একসঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেন, যার বেশির ভাগই হিট সুপার হিট। এসব ছবির মধ্যে ‘শান্তি চাই’, ‘প্রথম প্রেম’, ‘গরিবের রানী’, ‘আত্মঅহংকার’, ‘তুমি সুন্দর’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘রূপসী রাজকন্যা’, ‘রঙিন রংবাজ’, ‘শয়তান মানুষ’, ‘মোনাফেক’, ‘গোলাগুলি’, ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘পাপের শাস্তি’, ‘সুখের স্বর্গ’, ‘ঘাত-প্রতিঘাত’, ‘মিথ্যার অহংকার’, ‘ক্ষুধা’, ‘হারানো প্রেম’, ‘লজ্জা’, ‘কথা দাও’, ‘কালনাগিনীর প্রেম’ ইত্যাদি উল্লেখযোগ্য।
বর্তমানেও ওমর সানি ও মৌসুমী জুটি বেঁধে কাজ করছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন ছবি ‘ভাল লাগার চেয়ে একটু বেশি’, নতুন পরিচালক দিলশাদুল হক শিমুলের ‘লিডার’সহ বেশ কিছু ছবিতে দেখা যাবে এই তারকা দম্পতিকে। মৌসুমী-ওমর সানি দু’জনেরই চলচ্চিত্রের বয়স ২০ বছর। দীর্ঘ জীবনে তারা দু’জনেই চলচ্চিত্র শিল্পকে সেবা দেয়ার চেষ্টা করেছেন। বলেছেন, যতদিন বাঁচবেন, ততদিন শিল্পের সেবা করে যাবেন।