ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদের পাঁচ নাটকে সুজানা

প্রকাশিত: ১০:১৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ঈদ মানেই তারকাদের বাড়তি ব্যস্ততা। দর্শকদের বিনোদনের চহিদা মাথায় রেখে এসময়ে নির্মাণ করা হয় অসংখ্য নাটক-টেলিফিল্ম। প্রতিবারের ন্যায় এবারেও ব্যতিক্রম হচ্ছে না। সব প্রিয় নির্মাতাদের বৈচিত্রময় নির্মাণের ভিড়ে এবারের ঈদে পাঁচটি নাটকে দেখা দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে।

সুজানা অভিনীত পাঁচটি নাটকের মধ্যে রয়েছে রাকেশ বসু পরিচালিত ‘কফি শপ’। নাটকে তার বিপরীতে রয়েছেন অপূর্ব। এছাড়া সাগর জাহানের কয়েক পর্বের ধারাবাহিক নাটক মোশাররফ করিমের সঙ্গে ‘এভারেজ আসলাম’, তপু খান পরিচালনায় জাহিদ হাসানের বিপরীতে ‘সলুশান ব্যাংক’, অনন্য মামুনের পরিচালনায় ইরফান সাজ্জাতের বিপরীতে ‘একমুঠো ভালোবাসা’ এবং জুনায়েদ বিন জিয়া পরিচালিত রিয়াজের বিপরীতে ‘এক্সচেঞ্জ’।

এরমধ্যেই নাটকগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। পাঁচটি নাটক বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারে আসবে বলে জানান সুজানা। তিনি বলেন, ‘আমি সবসময়ই কম কাজ করে থাকি। তবে কাজের সংখ্যা কম হলেও আমি মানের দিকে বিশেষ নজর রাখি।’

সুজানা আরো বলেন, ‘গেল রোজার ঈদের আমার অভিনীত কোনো নাটক-টেলিফিল্ম প্রচারিত হয়নি। কারণ রোজার সময় আমি কাজ করিনা। তাছাড়া এবারে ঈদের জন্য আরো অনেক নাটকে কাজের অফার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে কাজগুলো করতে পারিনি। তাই কোরবানি ঈদে বেশ কিছু কাজ করেছি।’

সুজানার ভাষ্য, ‘পাঁচটি নাটকে কাজ করলেও প্রতিটি নাটকের গল্পে এবং চরিত্রে ভ্যারিয়েশন আছে। সবগুলো নাটকটি দর্শকদের কাছে উপভোগ্যের হবে বলে আমি মনে করি।’  

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন