ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বুধবার প্রকাশ হচ্ছে লাকী আখন্দের তিন গানের ভিডিও

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ ফুসফুসের ক্যান্সারে ভুগছেন অনেকদিন। বর্তমানে চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন।

তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ফুডস। প্রতিষ্ঠানটি লাকীর তিনটি তুমুল জনপ্রিয় গানের নতুন সংগীতায়োজন করে ভিডিও নির্মাণ করেছে। আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভিডিওগুলো প্রকাশ হবে ইউটিউব চ্যানেল প্রাণ স্ন্যাকস টাইম-এ।

তিনটি গান হলো ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ এবং ‘আগে যদি জানতাম’।  এই তিনটি গানে নতুন করে সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ‘জেলখানার চিঠি’খ্যাত গায়ক লিমন। আর গানগুলোকে নিয়ে ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় তরুণ নির্মাতা রেদওয়ান রনি। তিনটি ভিডিওতে মডেল হয়েছেন অগ্নিলা-আজাদ, নাজিফা তুষি-রাজ এবং সৌমিক। তারমধ্যে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানে মডেল হিসেবে দেখা যাবে অগ্নিলা-আজাদ জুটিকে। ‘আগে যদি জানতাম’ গানে দেখা যাবে ‘আইসক্রিম’ ছবির জুটি নাজিফা তুষি ও রাজকে। আর ‘আমায় ডেকো না’ গানের মডেল হয়েছেন সৌমিক।

Lacky

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সেখানে বলা হয়, লাকী আখন্দকে ও তার সৃষ্টিকে সংরক্ষণ করতে এবং এই কিংবদন্তির চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে প্রাণ ফুডসের এই আয়োজন।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার, হেড অব মার্কেটিং আলী হাসান আলম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, নির্মাতা রেদওয়ান রনি, গায়ক লিমন, মডেল অগ্নিলা, নাজিফা তুষি, রাজ। উপস্থিত ছিলেন এই আয়োজনের নেপথ্য সঙ্গী কুল এক্সপোজারের এরশাদুল হক টিংকু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন বলেন, ‘লাকী আখন্দ আমাদের তথা বাংলা গানের কিংবদন্তি। তার অসুস্থতার খবরে সারা দেশের সংগীতানুরাগী মানুষ ব্যথিত। সবাই যে যার মতো করে শিল্পীর পাশে দাঁড়াচ্ছেন। আমরাও সেই ভাবনা থেকেই তার পাশে এসেছি।’

তিনি বলেন, ‘চমৎকার এই আয়োজনটি করেত গিয়ে লাকী আখন্দের সঙ্গে মিশবার সুযোগ পেয়েছি। তিনি শুধু বড় মাপের শিল্পীই নন। অনেক বড় মাপের মানুষও। তার এত গান জনপ্রিয় যে লিস্ট দেখে অবাক হতে হয়। কোনোটাতে তিনি সুর করেছেন, কোনো লিখেছেন, কোনোটার সংগীতায়োজন করেছেন। সারাজীবন এই মানুষটা নিভৃতচারীর মতো শিল্পচর্চা করে গেছেন। এই সুযোগে সবাই তাকে ঠকিয়েছে নানাভাবে। এমনকী অনেক গানের প্রচারেও তার নামটি আসেনি। এসব নিয়ে শিল্পীর মনে অনেক ক্ষোভ আছে। দেশের বাইরে ভারতের জনপ্রিয় শিল্পী বাপ্পি লাহিড়িও তার লেখা একটি গান গেয়েছিলেন কোনো রকম ক্রেডিট দেয়া ছাড়াই। আমরা তার গানগুলোকে নিয়ে কাজ করতে পেরে আনন্দিত। তার গানের লিস্ট আমাদের কাছে আছে। যদি সবার সমর্থন-সহযোগিতা পাই তবে লাকী আখন্দের গানের ট্রিবিউট করে আরো অনেক চমক নিয়ে আসবে প্রাণ ফুডস।’

Lacky

প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার বলেন, ‘লাকী আখন্দের গান নিয়ে এই আয়োজনেক আমি অভিনন্দিত করছি। আশা করি যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছি তা সফল হবে। ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কাজগুলো আমাদের চিত্তকে প্রফুল্ল রাখে। আমরা সবাই লাকী আখন্দের জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন। তার মতো লিজেন্ড আমার সংগীত ভুবনে খুব প্রয়োজন।’

নিজের বক্তব্যে হেড অব মার্কেটিং আলী হাসান আলম বলেন, ‘লাকী আখন্দ বাংলাদেশের সম্পদ। তার সৃষ্টিকে সংরক্ষণ করতে হবে। তাকে শ্রদ্ধা জানাতে হবে একজন কিংবদন্তির হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। শুধু এই তিনটি গান নয়, পরবর্তীতে তার অন্য গানগুলো নিয়েও কাজ করবো আমরা।’

লাকী আখন্দের গানের ভিডিও নির্মাণ প্রসঙ্গে নির্মাতা রনি বলেন, ‘প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করলাম। এটা শুধু লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রাণ গ্রুপকে ধন্যবাদ চমৎকার এই আয়োজনে তারা আমাকে পাশে রেখেছেন।’

Lacky

কাজের অভিজ্ঞতা জানিয়ে রনি বলেন, ‘যখন প্রথমে লাকী ভাইয়ের কাছে যাই, উনাকে ভিডিও’র গল্পগুলো শোনাই উনি খুব খুশি হলেন। মাথায় হাত রেখে দোয়া করলেন। সেই উৎসাহেই বলবো আমি ভিডিওগুলো নির্মাণে অন্যরকম আনন্দ পেয়েছি। আপনারা সবাই দেখবেন এবং লাকী ভাইয়ের জন্য দোয়া করবেন।’

লাকী আখন্দের গান নতুন করে সংগীত করে তাতে কণ্ঠ দিয়েছেন লিমন। সেই অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ারে বলতে পারেন এ বিশাল এক পাওয়া। লাকী ভাইয়ের জন্য কিছু করতে পারছি ভাবতেই ভালো লাগছে। তবে আরো ভালো লাগতো যদি আমি লাকী ভাইয়ের পাশে বসে তাকে নিয়ে তার গান গাইতে পারতাম। কেমন করেছি আমি জানিনা। তবে চেষ্টা করেছি লাকী ভাইয়ের গায়কীর প্রতি সম্মান রাখতে। আপনারা এই গানের ভিডিওগুলো যতো বেশি দেখবেন, যতো বেশি শেয়ার করবেন লাকী ভাইয়ের জন্য ততো উপকার হবে। উনার জন্য দোয়া করবেন সবাই’।

এলএ/পিআর

আরও পড়ুন