ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জাতীয় নৃত্যনাট্য উৎসব মঙ্গলবার শুরু

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপি ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব ২০১৫’ মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উৎসবের শ্লোগান হচ্ছে “আমার মুক্তি আলোয় আলোয়”। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

উৎসবে প্রতিদিন তিনটি করে নৃত্যনাট্য মঞ্চায়িত হবে। প্রতিটি নৃত্যনাট্য মঞ্চায়নের পর পরিবেশিত নৃত্যনাট্যের পরিচালক ও শিল্পীদের জন্য আয়োজন করা হয়েছে মুখোমুখি প্রশ্নোত্তর পর্ব। ১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বের পরেই থাকবে পরবর্তী মঞ্চায়ন।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা রাহিজা খানম ঝুনু, লায়লা হাসান, আমানুল হক, গোলাম মোস্তফা, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নৃত্যশিল্পী সেলিনা হক উপস্থিত ছিলেন।

উৎসবে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস লিমিটেড ‘হাজার তারের বীণা’,চট্টগ্রাম স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ‘মায়ার খেলা’ আব্বাস উদ্দীন একাডেমী ‘রঙিলা নায়ের মাঝি’ জাগো আর্ট সেন্টার, ঢাকা’ ‘সামান্য ক্ষতি’ ঝংকার ললিতকলা একাডেমী, ‘গুনাই বিবি’,দিব্য সাংস্কৃতিক সংগঠন ‘কবর’, নৃত্যশৈ ‘দ্রোহকাল’ বেনুকা ললিতকলা একাডেমি, ‘ভেলুয়া সুন্দরী’প্রেমা’র ‘ভানু সিংহের পদাবলী’ বাংলাদেশ ব্যালে ট্রুপ ‘ব্যাটল অব বাংলাদেশ’ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী ‘ফিরায়ে আনিব তোরে’ পল্লবী ডান্স সেন্টার ‘বিস্ময়ে জাগে প্রাণ’ সুকন্যা ‘ইছামতির বাঁকে’ মঞ্চস্থ করবে।