ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৪:১১ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ৮ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৫।

শনিবার বিকালে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের উপদেষ্টা পরিষদের সভাপতি শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, চিলড্রেন ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী।

রংবেরঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সম্মিলিতভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়। তারও আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন করেন অতিথিরা। মিলনায়তনের বাইরে উদ্বোধনী পর্ব শেষে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের ভেতরে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের মূল পর্ব।

সাত দিনব্যাপী এ উৎসব একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে।

এইচএন