কৃষকের ঈদ আনন্দ এবার মানিকগঞ্জে
চ্যানেল আইয়ের জনপ্রিয় ঈদ আয়োজন কৃষকের ঈদ আনন্দ। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মন্টপে। সেখানে থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজও।
এ প্রসঙ্গে শাইখ সিরাজ জানান, ‘ঢাকার সবচেয়ে নিকটবর্তী এই জেলা কৃষিক্ষেত্রে যেমন দারুণ সম্ভাবনাময়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এ জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। এ উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার, বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেন এর জন্ম এই মানিকগঞ্জে। এই মাটিতে জন্ম নিয়েছেন ভাষা শহীদ রফিক, বাংলা চলচ্চিত্রের কলজয়ী অভিনেতা খান আতাউর রহমান, কথাসাহিত্যিক মুনির চৌধুরী।’
তিনি বলেন, ‘বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ৫০, ৬০, ৭০, ৮০’র দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে এই জেলাটিই ছিল অনন্য। এখানে চিত্রধারণ করা হয়েছে অসংখ্য বাংলা চলচ্চিত্রের। সবগুলি বিষয়কেই এবার কৃষকের ঈদ আনন্দে তুলে ধরার জন্যই এখানে অনুষ্ঠানের আয়োজন।’
এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। থাকবে মানিকগঞ্জের কৃতি সন্তান দেশের তুমুল জনপ্রিয় শিল্পী মমতাজ বেগমের গানও।
জানা যায়, ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায়।
এনই/জেএইচ/পিআর