ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বহুদিন পর দেখা দিলেন অভিনেতা টনি ডায়েস

প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৪ আগস্ট ২০১৬

বহুদিন পর দেখা দিলেন এক সময়ের টিভি নাটকের পরিচিত মুখ অভিনেতা টনি ডায়েস। তবে সেটা সরাসরি নয়, স্কাইপির মাধ্যমে। প্রায় ৭ বছর যাবত এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা সপরিবারে নিউইয়ার্কে বসবাস করছেন। তবে বিদেশে পাড়ি দেয়ার আগে তিনি নারগিস আকতারের পৌষ মাসের পিরিত ছবিতে অভিনয় করেছিলেন। আর সে ছবিটি নানা ঝামেলা চুকিয়ে আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

ছবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। আর সেখানেই সুদূর মার্কিং মুলুকে নিজ বাসা থেকে স্কাইপিতে সংবাদ সম্মেলনে উপস্থিত সবার সঙ্গে ছবিতে কাজের অভিজ্ঞতার কথা বলেন এই অভিনেতা। এছাড়া প্রবাস জীবনের নানা দিক নিয়েও কথা বলেন।

ছবিটি প্রসঙ্গে টনি ডায়েস বলেন, ‘আমেরিকা পাড়ি জমানোর ঠিক আগে ছবিতে কাজ করি। অনেক মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে আছে ছবিটির সঙ্গে।’

তিনি বলেন, ‘যশোরের খাজুরা নামক একটি এলাকায় ছবির কাজ করেছিলাম। সেটা আবার হাড়কাঁপানো শীতের সময়। শুটিং সেটে হাজির হতাম ভোর ৪টায়। সে কারণে রাত ৩টায় উঠে রেডি হতাম। এভাবে অনেকদিন সেখানে কনকনে শীতের মধ্যে কাজ করি। দৃশ্যগুলো আজও চোখে ভাসছে।’

স্কাইপি আলাপে টনি ডায়েস আরো বলেন, ‘নারগিস আপা আমার বড় বোনের মতো। তার নির্মাণে মেঘের কোলে রোদ ছবিতে কাজ করেছি। যেটা ছিল আমার অভিনয় ক্যারিয়ার জীবনের অন্যতম সফল একটি কাজ। তিনি চমৎকার একজন মানুষ। নির্মাতা হিসেবেও দারুণ মেধাবী। আমি দেশে না থেকেও ছবিটির প্রচারণায় স্কাইপিতে অংশ নিতে পেরে এতে খুব ভালো লাগছে।’

সবাইকে ছবিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানান টনি ডায়েস।

বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘খুব মনে পড়ে বাংলাদেশকে। নিজের জন্মস্থান বলে কথা। কিন্তু আমেরিকায় প্রথম প্রথম মানিয়ে নিতে একটু কষ্ট হলেও এখন আর কিছু হয় না। তার কারণ হলো আমার কাছে আমেরিকাও অনেকটা ঢাকার মতো মনে হয়। আমার পরিবারের সবাই এবং আমার স্ত্রী প্রিয়ার পরিবারের সবাই এখানে থাকে। তাই এখন আর মনে হয় না আমি বিদেশে আছি। চাকরি, সংসার, পরিবার নিয়ে ভালোই আছি। তবে সবকিছুর পরেও প্রিয় মাতৃভূমিকে মিস করি। হয়তো আগামী জানুয়ারি মাসের ছুটিতে বাংলাদেশে বেড়াতে আসবো। সবার সঙ্গে কথা হবে।’

টনি ডায়েস আমেরিকাতে একটি বেসরকারি ফার্মের ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত আছেন। ২০০৮ সালের শেষের দিকে বাংলাদেশ ছেড়ে যান তিনি।

উল্লেখ, টনি ডায়েস ১৯৯৪ সাল থেকে চার শতাধিক নাটক, সিরিয়াল আর টেলিফিল্মে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’, ‘মেঘের কোলে রোদ’, ‘রূপকথার রাজকন্যার গল্প’। তার জনপ্রিয় অনেক কাজের মধ্যে রয়েছে ধারাবাহিক নাটক ‘টমটম’, ‘ভূতের গলি’।

সর্বশেষ বাংলাদেশের নাটকে অভিনয় করেছেন ২০১২ সালে। ধারাবাহিক সেই নাটকটির নাম ‘ছায়াবৃতা’। এটি পরিচালনা করেছিলেন তৌকির আহমেদ। শুধু তিনি অভিনয় করেছেন, তা কিন্তু নয়। অনেকটা শখের বশে টনি ডায়েস নাটক পরিচালনা করেছিলেন নাম ‘পুরো রাত আর অর্ধেক চাঁদ’।

এনই/এলএ/বিএ

আরও পড়ুন