শুক্রবার মুক্তি পাচ্ছে হুমায়ুন ফরীদির শেষ ছবি
কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। মৃত্যুর বছর দেড়েক আগে তিনি চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ শিরোনামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।
সে সময় ডাবিংসহ অন্যান্য কাজ শেষ হলেও, ২০১১ সালে ছবিটির প্রযোজক নাজিম উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে।
তবে এবার হুমায়ুন ফরীদির মৃত্যুর চার বছর পর সব ঝামেলা চুকিয়ে ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৬ আগস্ট)। ছবিটির সহযোগী পরিচালক নিরঞ্জন সরকার জানান, ‘সারা দেশের ৬০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।’
ছবির কাহিনীতে দেখা যাবে, হুমায়ুন ফরীদি এক জবানের জমিদার। কথা যা বলেন, তা-ই করেন। কথা রাখতে গিয়েই তিনি নিঃস্ব হয়েছেন তবু নিজের কথা থেকে সরে আসেননি। জমিদারের কথার কারণেই এক যুবক হয়েছেন জমিদার। আর জমিদার পরিণত হয়েছেন পথের ভিখারিতে। মূলত নাতনি সিলভির জন্য এক যুবককে তিনি কথা দেন। সেই কথার জন্যই ফরীদিকে ত্যাগ করতে হয় সবকিছু। এক জবানের জমিদার হেরে যান নীতির কারণে।
গত মার্চে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবিতে হুমায়ুন ফরীদি ছাড়া অভিনয় করেছেন আমিন খান, চাঁদনী, ওমর সানি, মিজু আহমেদ, নাসরিন, কাবিলা প্রমুখ।
এনই/এলএ/এমএস