বরেণ্য শিল্পীদের কণ্ঠে ঈদে আসছে নক্ষত্রের ফুল
আসছে কোরবানি ঈদে দর্পণ কবীরের কথায় প্রকাশ হতে যাচ্ছে গানের অ্যালবাম ‘নক্ষত্রের ফুল’। চমৎকার কথা ও সুরে ১০টি গানে কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও কলকাতার শুভমিতা ব্যানার্জি।
দেশের সংগীতাঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে অ্যালবামটি বাজারে আসছে। গানগুলো সুর করেছেন এস এ শামীম এবং সংগীত পরিচালক ছিলেন শেখ সাদী খান। প্রত্যেক শিল্পী দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন।
জি-সিরিজ জানিয়েছে, ঈদের পঞ্চম দিন রাতে এটিএন বাংলায় অ্যালবামের গানগুলো প্রচার করা হবে।
হারানো দিনের গানের আবহে সবগুলো গানের কথা ও সুর করা হয়েছে বলে জানিয়েছেন গীতিকার দর্পণ কবীর। গানগুলো সম্পর্কে কণ্ঠশিল্পীরাও ইতিবাচক ও প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলেও তিনি জানান।
এলএ/আরআইপি