ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জিপিএ-৫ পেয়েছে আসিফের বড় ছেলে

প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৯ আগস্ট ২০১৬

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ এবারের (২০১৬) এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় আসিফ তার নিজস্ব ফেসবুক এবং ভেরিফায়েড ফ্যান পেজে এ তথ্য জানিয়েছেন। ছেলের এই সাফল্যে দারুণ খুশি মিউজিক ইন্ডাস্ট্রির এই যুবরাজ।

ফেসবুক এবং ফ্যান পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে আসিফ লেখেন, ‘আমার সদা সত্যবাদী বড় ছেলে শাফকাত আসিফ রণ এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমি দারুণ খুশি হয়েছি।`

আসিফ আরো লেখেন, `কিন্তু পরীক্ষার ফলাফল আমার কাছে কখনোই মুখ্য নয়। আমাদের সন্তানেরা মানুষের মত মানুষ হোক, বড়দের সম্মান করতে শিখুক, ছোটদের স্নেহ করুক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক- এটাই প্রত্যাশা।’

সকলকে অভিনন্দন জানিয়ে আসিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সফল সবাইকে অভিনন্দন, যারা সফল হয়নি তাদের উদ্দেশ্যে বলতে চাই- ব্যর্থতা ছাড়া সফল হওয়া যায় না। মনে জেদ রাখো, লক্ষ্যের দিকে এগিয়ে যাও, হতাশা ঝেড়ে ফেলো, নতুন উদ্যমে পথ চলা শুরু কর, জয় তোমার নিশ্চিত। আমীন।’  

প্রসঙ্গত, আসিফের দুই ছেলে। বড় ছেলে রণ খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এবং ছোট ছেলে রুদ্র বর্তমানে রাজধানীর আজমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত। সেও গেল এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

এনই/একে/পিআর