ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুস্থ হয়ে গানে ফিরেছেন খেয়া

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৬ আগস্ট ২০১৬

কঠিন অসুখ দমাতে পারেনি কণ্ঠশিল্পী খেয়াকে। অসুস্থতাকে জয় করে গান আবারো গানে ফিরেছেন তিনি। ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম `মন মানে না` প্রকাশ পায়। ওই বছরই টিউমার থেকে নিউরোফাইব্রোসারকোমা নামের এক কঠিন রোগ ধরা পড়ে তার শরীরে। বদলে যায় খেয়ার জীবন। কিন্তু তিন বছর পর সেই অসুস্থতাকে জয় করে খেয়া আবারও ফিরেছেন গানের জগতে। তিন বছর পর আসছে তার নতুন একক অ্যালবাম।

২০১৩ সালে খেয়ার শরীরে টিউমার ধরা পড়ার পরপরই ভারতের চেন্নাইয়ে হয় অস্ত্রোপচার। তবে সে সময় অস্ত্রোপচারটি সফল হয়নি। এর ফলে ২০১৫ সাল পর্যন্ত সেই রোগটি শরীরে বয়ে বেড়ান তিনি। কিন্তু এ সময়ে তার গান থেমে থাকেনি। ওই সময়ে চলচ্চিত্র ও মিশ্র অ্যালবামে নিয়মিতই গান করেছেন।

চলতি বছর ঢাকার একটি হাসপাতালে আরেকবার অস্ত্রোপচার হয় খেয়ার। এরপর থেকে সুস্থ হয়ে উঠছেন ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী। খেয়া বলেন, ‘অতীতের কঠিন দিনগুলোর কথা আর মনে রাখতে চাই না। এ জন্য হুট করেই দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছিলাম।’

সব প্রতিকূলতা পেরিয়ে এবার তৈরি করা অ্যালবামটির নাম রাখা হয়েছে নিজের নামে ‘খেয়া’। শিল্পী খেয়া বলেন, `ফোক ও আধুনিক ধাঁচের তিনটি গান নিয়ে এই অ্যালবামটি। একটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। অ্যালবামের তিনটি গানই লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর করেছেন জে কে, মজলিস, রেজওয়ান শেখ ও মেহতাজ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, জে কে ও রেজওয়ান শেখ।`

তিনি আরো বলেন, আশা করছি অ্যালবামের গানগুলো সকলের কাছে ভালো লাগবে। এছাড়া আমি এখন থেকে নিয়মিত গাইবো।

ঈদুল আজহায় লেজারভিশনের ব্যানারে অ্যালবামটি সিডি আকারে বাজারে আসার কথা রয়েছে। একই সঙ্গে একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ পাবে।

এনই/এইচএন/পিআর