ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চার চিত্রপরিচালকের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৩:৫২ এএম, ৩১ জুলাই ২০১৪

ঈদে সাড়া ফেলেছে চারটি বাণিজ্যিক চলচ্চিত্র। বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম-২’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ এবং সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’। ঈদের বাজার পর্যালোচনা করে চার পরিচালকই বেশ উচ্ছ্বসিত।

শাকিব খান-অপু বিশ্বাস-ববি অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’ চলচ্চিত্রের সেল রিপোর্ট নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আশাতীত বিক্রি হয়েছে। অনেক সিনেমা হলে গত কয়েক বছরে এত ভালো বিক্রি হয়নি। ঈদের দিন বা তার পরদিন কয়েকটি হল ঘুরে দর্শকদের রিঅ্যাকশন দেখে আমরা খুব আশাবাদী।’

অনন্ত-বর্ষা অভিনীত ‘মোস্ট ওয়েলকাম-২’ চলচ্চিত্রের পরিচালক অনন্ত জলিল বলেন, ‘আমি খুব হ্যাপি। দর্শকদের থ্যাংকস। আমাকে তারা অনেক অনার করেছেন। ব্লকবাস্টার সিনেমাসে চারটি হলে চলচ্চিত্রটি চলছে। আর ঈদের দিন দর্শকদের উপস্থিতি বেড়ে যাওয়ায় শেষ শো থেকে তারা সব হলেই চলচ্চিত্রটি দেখাচ্ছে। ইংলিশ ফিল্ম নামিয়ে দিয়েছে।’

বাপ্পী-ববি-নিপুণ অভিনীত ‘আই ডোন্ট কেয়ার’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ হোসেন বলেন, ‘শাকিবের পাশাপাশি বাপ্পীকে দাঁড় করাতে পেরেছি। এতে আমি অনেক খুশি। দর্শকরা বাপ্পীকে গ্রহণ করেছেন। আর আমার মতে, এ চলচ্চিত্রটি দর্শক খাবেই।’

বাপ্পী-মাহি অভিনীত ‘হানিমুন’ চলচ্চিত্রের পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘অ্যাকশন চলচ্চিত্রগুলো প্রথম দুদিন ভালো যায়। তারপর বিক্রি কমতে শুরু করে। প্রথমে এক লাখ টাকার টিকিট বিক্রি হলে এরপর কমতে কমতে তা ৩০ হাজারে নেমে আসে। আমার চলচ্চিত্রটি সেখানে ব্যবসা ভালো করবে। আর এমনিতেই দুদিনের ফলাফল অনেক ভালো।’