ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শহীদ-প্রিয়াঙ্কার স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত: ০২:১৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৫ এ সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন যথাক্রমে শহীদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। `হায়দার` ছবির জন্য শহীদ এবং `মেরি কম` ছবির জন্য প্রিয়াঙ্কা এ পুরস্কার অর্জন করেন। এদিকে `হ্যাপি নিউ ইয়ার` ছবির তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন দর্শক পছন্দে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

সেরা ছবি ও চিত্রগ্রহণের (ববি সিং) পুরস্কার জিতেছে `কুইন`। এ ছবির জন্য সেরা পরিচালকের শিরোপা উঠেছে বিকাশ বলের হাতে। সেরা নতুন নায়ক হয়েছেন টাইগার শ্রফ (হিরোপান্তি)। পাশাপাশি সেরা নতুন নায়িকার পুরস্কার উঠেছে পত্রলেখার (সিটি লাইটস) হাতে। ব্যবসায় সাড়া ফেলে দেয়া আমির খানের `পিকে` সংলাপ (রাজকুমার হিরানি, অভিজাত জোশি) এবং পোশাক পরিকল্পনায় (মানসী নাথ ও ঋষি শর্মা) পুরস্কার পেয়েছে।

`সিটি লাইটস` ছবির জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং (মুসকুরানে)। `হাইওয়ে` ছবির জন্য সেরা গায়িকা হয়েছেন জ্যোতি ও সুলতানা নুরান (পাট্টাখা গুড্ডি)। সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন মিঠুন ও অঙ্কিত তিওয়ারি (এক ভিলেন)। সেরা খলঅভিনেতা হয়েছেন তাহির রাজ ভাসিন (মারদানি)। সেরা খলঅভিনেত্রী হয়েছেন হুমা কুরেশি (দেড় ইশকিয়া)। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন হেমা মালিনী।

মুম্বাইয়ে সদ্য সমাপ্ত এ অনুষ্ঠানে নাচে-গানে অতিথিদের মাতিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, মালাইকা অরোর খান, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর ও গুরমিত চৌধুরী।