স্পর্শিয়ার জন্য নাম বদলে ফেললেন ইমন!
পাত্র-পাত্রী দুজনেরই নাম অপু। নাম একই হলেও দুজনের আচরণে আকাশ-পাতাল পার্থক্য। পাত্র সাদাসিধে শান্ত-নম্র-ভদ্র, অন্যদিকে পাত্রী মারকুটে, দজ্জাল! পারিবারিকভাবেই দুজনের বিয়ে ঠিক হয়। বিয়ের আগে তাদের নামকে ঘিরে শুরু হয় নানা বিড়ম্বনা। পরিবারের লোকজন মনে করেন, দুজনের নাম একই হলে কাকে ডাকতে কে আসবে! সে কারণেই পাত্রীর পরিবার থেকে শর্ত জুড়ে দেয়া হয়, পাত্রের নাম পাল্টাতে হবে।
একটা সময় নাম পাল্টানো নিয়ে বেশ বিপাকে পড়েন পাত্র অপু। তিনি পরবর্তীতে পাত্রী অপুকে পেতে কীভাবে নাম পরিবর্তন করেন এবং নতুন কি নাম রাখেন সেই নিয়ে মজার নাটক নির্মাণ করেছেন যুগল নির্মাতা মইনুল ওয়াজেদ রাজীব ও শাওন চৌধুরী। নাটকের নাম ‘অপু ওয়েডস অপু’।
নাটকে দুই অপুর চরিত্রে অভিনয় করেছেন ইমন ও স্পর্শিয়া। ব্যতিক্রমী ভাবনার এমন নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন রুম্মান রশিদ খান। ইমন-স্পর্শিয়া ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, শিরিন আক্তার, আরিফুল হক তারেক প্রমুখ। চলতি মাসেই নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
নির্মাতা রাজীব বলেন, ‘সবসময় চেষ্টা করি ভালো কাজ দর্শকদের উপহার দেয়ার জন্য। এবারো সেই চিন্তা মাথায় রেখে অপু ওয়েডস অপু নাটকটি নির্মাণ করেছি। দৃশ্যধারণ শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে আছে।’
স্পর্শিয়া বললেন, ‘বেশ মজার একটি গল্প। কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
নির্মাতা জানালেন, আগামী ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘অপু ওয়েডস অপু’।
এনই/এলএ/এবিএস