ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নারীদের হয়রানি প্রতিরোধের গল্প (ভিডিও)

প্রকাশিত: ০৯:২৯ এএম, ২০ জুলাই ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে স্বনামধন্য প্রতিষ্ঠান মোশন ভাস্কর। ‘অবিশ্বাস’, `মোমেন্টস`, `পায়রা` ও `বিহাইন্ড দ্য সিনস`-এর পর নির্মাতা সংস্থাটি এবার নির্মাণ করেছে সচেতনতামূলক ডকুড্রামা ‘নারী’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ও চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন।

অ্যাকশন এইড বাংলাদেশের সাম্প্রতিক একটি ক্যাম্পেইন ‘সেইফ সিটি ফর ওমেন’র জন্য নির্মিত হয়েছে এটি। এটি সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সচেতনতামূলক ডকুড্রামাটিতে মূলত নগরে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয়গুলো উঠে এসেছে ক্যামেরার চোখে। এরমধ্যে উল্লেখযোগ্য যৌন হয়রানি ও ইভ টিজিং। এছাড়াও এতে রয়েছে নারীদের সাহস, ইতিবাচক শক্তি এবং তাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে অন্যদের সংবেদনশীলতা।

ডকুড্রামাটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অনামিকা সরকার, প্রেমা, সাবিহা নূর, মিতু রহমান, হাসনাত রিপন, ইহতিশাম আহমদ টিংকু, সোহান বাবু, জাহিদ সজল, ফজলুল হক, খন্দকার সুমন, মানিক বাহার, নিশাত তাহিয়াত মেমনসহ একঝাঁক অভিনয়শিল্পী।

দেখুন ডকুড্রামা নারী :


এলএ/আরআইপি

আরও পড়ুন