ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফ্রান্সে ট্রাক হামলা : পপস্টার রিহানার কনসার্ট বাতিল

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৫ জুলাই ২০১৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জাতীয় দিবস উদযাপনের সময় ট্রাক হামলার ঘটনায় পপস্টার রিহানার কনসার্ট বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড ট্যুর চলায় ইতালির মিলানে গানের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবারই নিসে এসেছিলেন রিহানা। ফ্রান্সে জাতীয় দিবস উপলক্ষে এদিন রাতে নিস শহরে তার কনসার্ট করার কথা ছিল। কিন্তু তার আগেই এই হামলার ঘটনা ঘটে।

এই হামলার ফলে রিহানার গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেখানকার মেয়র। গোটা ফ্রান্স জুড়েই আরও তিন মাস জরুরি অবস্থা থাকবে বলে ঘোষণা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওঁলাদ।

প্রসঙ্গত, নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি সন্ত্রাসী হামলা বলেই মনে করা হচ্ছে।  এ ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিস হামলার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত ও বর্বর বলে উল্লেখ করে নিন্দা প্রকাশ করেছে।

এনই/এআরএস/পিআর

আরও পড়ুন