ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদের নাটক নূরুল হকের ভাষা তত্ত্ব

প্রকাশিত: ১১:০৮ এএম, ২৮ জুন ২০১৬

ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘নূরুল হকের ভাষা তত্ত্ব’। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমেল হক। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটি নির্মাণ কাজ শুরু হয়েছে গত ২৬ তারিখ।

আজ মঙ্গলবার শুটিং চলছে উত্তরার দিয়াবাড়িতে। এর নির্মাণ কাজ শেষ হবে আগামীকাল।

সাত পর্বের এই বিশেষ ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী তাসনুভা তিশা, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘নাটকের গল্পটা অনেক মজার। কমেডি ধাঁচের। সংলাপও চমৎকার। আর সাজু ভাইয়ের সঙ্গে এর আগে কয়েকটি কাজ করেছি। সহশিল্পী হিসেবে তার তুলনা হয়না। আশা করছি নাটকটি সকলের কাছে ভালো লাগবে।’

এদিকে, গল্পের সঙ্গে চমক দিতে নাটকটিতে থাকবে ২-৩টি জনপ্রিয় গান। যেগুলো নব্বই দশকের সাড়া জাগানো বাংলা ছবির গান।

নির্মাতা ইমেল হক বলেন, একেবারেই ভিন্ন গল্প নিয়ে নির্মাণ করছি ‘নূরুল হকের ভাষা তত্ত্ব’ নাটকটি। আগামী ঈদে এটি একুশে টিভির পর্দায় প্রচারিত হবে।

এনই/এলএ/এবিএস

আরও পড়ুন