ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এশিয়ান টিভিতে সাত চলচ্চিত্রকারের সাতটি নাটক

প্রকাশিত: ০৮:০০ এএম, ২১ জুন ২০১৬

এশিয়ান টিভিতে ঈদের সাত দিন প্রচার হবে সাত চলচ্চিত্রকারের সাতটি নাটক। এরমধ্যে ঈদের প্রথম দিন থাকছে আমজাদ হোসেনের ‘জব্বর আলীর নিউ স্টোরি’, দ্বিতীয় দিন সাফিউদ্দিন সাফি’র ‘স্বল্প দৈর্ঘ্য প্রেম কাহিনি’, তৃতীয় দিন তৌকির আহমেদের ‘ইন্দ্রজাল’, চতুর্থ দিন শিহাব শাহীনের ‘প্রজাপতির কষ্ট’, পঞ্চম দিন অনিমেষ আইচের ‘মোহিনী’, ষষ্ঠ দিন আশিকুর রহমানের ‘প্রিন্সেস’ এবং সপ্তম দিন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘মরিচিকা’।  

প্রতিদিন রাত ৯.৪০ মিনিটে নাটকগুলো প্রচার হবে বলে জানিয়েছেন চ্যানেলটির অতি. অনুষ্ঠান প্রধান সৈকত সালাহউদ্দিন।

এক নজরে নাটকগুলো

জব্বর আলী
ঈদের প্রথম দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের রচনা ও পরিচালনায় একক নাটক ‘জব্বর আলীর নিউ স্টোরি’। দুই বন্ধুর পারস্পরিক দন্ধ আর দুই পরিবারের ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলা জব্বর আলীর এই গল্প। বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া দুই বন্ধুর শেষ পরিণতি দেখানো হবে এখানে। নাটকটিকে অভিনয় করেছেন আমজাদ হোসেনসহ আরো অনেকে।

পূর্ণ নয়, স্বল্প দৈর্ঘ্য প্রেম কাহিনি
চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি’র একক নাটক ‘স্বল্প দৈর্ঘ্য প্রেম কাহিনি’ থাকছে এবারের ঈদে এশিয়ান টিভির দ্বিতীয় দিনের আয়োজনে। এদিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত এই নাটকে অভিনয় করেছন নিলয়, শখসহ আরো অনেকে।

ইন্দ্রজাল
এশিয়ান টিভির সাত চলচ্চিত্রকারের ঈদের নাটকে তৃতীয় দিন রাত ৯টা ৪০ মিনিটে দেখুন তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় একক নাটক ‘ইন্দ্রজাল’। নাটকটিতে অভিনয় করেছন তৌকির আহমেদ, তারিনসহ আরো অনেকে।

প্রজাপতির কষ্ট
ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৪০ মিনিটে এশিয়ান টিভির পর্দায় থাকছে শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় একক নাটক ‘প্রজাপতির কষ্ট’। দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। প্রথমে সুমন ভেবেছিলো এটা ফেক, কিন্তু ধীরে ধীরে জানতে পারে এটা ফেক না। প্রজাপতি নামে আসলেই একজন আছে। প্রজাপতি ব্যক্তিগত জীবনে খুবই ইন্ট্রোভার্ট আর বুকিস মেয়ে, যে কিনা ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতে গেলেই কান্নার মত অবস্থা হয়ে যায়। একটা সময় এই দুজেনর মধ্যে ভালোলাগা থেকেই ভালোবাসা হয়ে যায়, কিন্তু যখন দেখা করার পালা সুমন আসে না। হঠাৎ করে সুমন আর যোগাযোগ করে না। দিশেহারা হয়ে যায় প্রজাপতি। নাটকটিকে অভিনয় করেছেন মম, অপূর্বসহ আরো অনেকে।

মোহিনী
এশিয়ান টিভির ঈদের আয়োজনে পঞ্চম দিন রাত ৯টা ৪০ মিনিটে থাকছে একক নাটক ‘মোহিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। পারিবারিক টানাপড়েন আর রাস্তায় ঘটে যাওয়া নানা রকম ঘটনা নিয়ে এগিয়ে যেতে থাকে গল্পের কাহিনি। নাটকটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আজাদ আবুল কালাম, ফারহানা মিঠু, দিহানসহ আরো অনেকে।

মরিচিকা
ঈদের ৭ম দিন রাত ৯টা ৪০ মিনিটে এশিয়ান টিভিতে থাকছে নঈম ইমতিয়াজ নেয়ামুলের একক নাটক ‘মরিচিকা’। ক্রমাগত আবীরের ক্রেডিট কার্ড হ্যাক করে চলছে কে? তাকে খোঁজার জন্য একের পর এক কান্ড ঘটতে থাকে, এদিকে তার বাবা-মা ঠিক করে রেখেছে তার বিয়ের পাত্রী। একদিকে ক্রেডিট কার্ড’র অপরাধীকে খোঁজা অন্যদিকে পাত্রী দেখতে যাওয়া। বিড়ম্বনায় পড়ে যায় আবীর। পান্থ শাহরিয়ারের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, তিশাসহ আরো অনেকে।

প্রিন্সেস
ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ‘মুসাফির’ খ্যাত চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমানের একক নাটক ‘প্রিন্সেস’। নাটকটিকে অভিনয় করেছেন তানজিন, তাজি, অ্যানি, সাবরিন, রহমতুল্লাহসহ আরো অনেকে।

এলএ/পিআর

আরও পড়ুন