নায়ক ইমনকে দেখতে ভক্তের ভীড়!
মডেলিং এবং নাটক দিয়ে মিডিয়ায় পথচলা শুরু চিত্রনায়ক ইমনের। গেল পাঁচ বছর যাবত চলচ্চিত্রে নিয়মিত তিনি। বেশ কিছু ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন শাবনূর, বিন্দু, আলিশা, জয়া আহসান, কুসুম শিকদারসহ ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের বিপরীতে। উপহার দিয়েছেন ‘গহীনে শব্দ’, ‘লালটিপ’র মতো প্রশংসিত চলচ্চিত্রও। সম্ভাবনাময় এই অভিনেতা বর্তমানেও বেশ কিছু ছবিতে কাজ করছেন।
সম্প্রতি ইমন তার ক্যারিয়ারের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। চলতি মাসের ৮ তারিখ সুনামগঞ্জের সাল্লাহ নামক একটি অঞ্চলে শুটিংয়ে গিয়েছিলেন। সেটি ছিল একটি টেলিছবির কাজ। জয় সরকারের পরিচালনায় টেলিছবির নাম ‘অতল অন্তরালে’। টেলিছবিটির গল্পটি একজন রুপালি পর্দার সুপারস্টারকে নিয়ে। আর সেই সুপারস্টার ইমন নিজেই। টেলিছবিটির শুটিংয়ের প্রয়োজনে হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে গিয়েছিলেন সুনামগঞ্জের সাল্লাহর শুটিং স্পটে। সেখানে চিত্রনায়ক ইমনকে দেখতে হাজারো মানুষ ভিড় জমায়। এই অভিজ্ঞতায় মুগ্ধতা প্রকাশ করলেন ইমন।
রুপালী পর্দার এই নায়ক জাগোনিউজকে বলেন, ‘আমি এখন আর নাটক-টেলিফিল্মের কাজ খুব বেশি করিনা। তবে নতুন টেলিছবির গল্পটি শুনে আমার কাছে ভালো লাগে। কারণ গল্পে আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করেছি। আরো পরিস্কার করে বলছি, আমি ফিল্মস্টার ইমনের চরিত্রে অভিনয় করেছি। তাছাড়া নির্মাতাও এমন করে আবদার করে বসেন যে কাজটি আর ফিরিয়ে দিতে পারিনি।’
ইমন বলেন, ‘তবে এই টেলিফিল্মের কাজ করতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। একসঙ্গে এত মানুষ আমাকে দেখতে ছুটে এসেছেন যে ভাবাই যায় না। আমি প্রথমে বুঝতেই পারিনি ব্যাপারটা কী ঘটতে চলেছে। পরে জানলাম সবাই নায়ক ইমনকে দেখতে এসেছেন। এই অভিজ্ঞতার কথা কোনোদিন ভুলবো না।’
এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, অতল অন্তরালে টেলিছবিটি আগামী কুরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
এনই/এলএ/পিআর