ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যা কিছু ঘটবে তিন পর্বে

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ জুন ২০১৬

গল্পটা তারুণ্য নির্ভর। তাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নাট্য নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেল নির্মাণ করছেন তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যা কিছু ঘটে’। গতকাল বুধবার (১৫ জুন) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের ছোটপর্দার পরিচিত সব মুখ। আছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, অ্যালেন শুভ্র, তাশদিক আহমেদ নোমিরা, সৌমিক, আনোয়ার প্রমুখ।

salman

নাটকের শুটিং চলাকালে কথা হলো নির্মাতা রুমেলের সঙ্গে। তিনি জাগোনিউজকে বলেন, ‘আমাদের বর্তমান তরুণ সমাজের ভাবনা, চিন্তা, চাল-চলন নিয়েই নাটকের গল্পটি। এখানে প্রেম থাকবে, তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনা থাকবে। এছাড়া গল্পে তাদের ব্যক্তিগত জীবনের উপলব্ধিও তুলে ধরার চেষ্টা করেছি।’

রুমেল আরো বলেন, ‘এবারের ঈদে আমার নির্মাণে চারটি নাটক প্রচারে আসবে। তার মধ্যে ‘যা কিছু ঘটে’ নাটকটি অন্যতম। চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করি নাটকটি সকলের কাছে ভালো লাগবে।’

salman

নাটকের অন্যতম অভিনেতা সালমান মুক্তাদির বলেন, ‘নাটকে যারা অভিনয় করেছি আমরা সবাই খুব ভালো বন্ধু। সেজন্য মজা করেই কাজটি করেছি। এখানে অনেক মজার ঘটনা দেখতে পাবেন দর্শকরা। তাছাড়া রুমেল ভাইয়ের নির্মাণ ভাবনা এককথায় অসাধারণ। আমার বিশ্বাস নাটকটি সকলের কাছে ভালো লাগবে।’

নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘টিএন এজদের গল্পের নাটক ‘যা কিছু ঘটে’। দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে এখানে প্রতিটি চরিত্রই বেশ চমৎকার।’

দৃকের পরিবেশনায় এবং পি আর প্রডাকশনের ব্যানারে ‘যা কিছু ঘটে’ নাটকটি দীপ্ত টেলিভিশনের পর্দায় আগামী রোজা ঈদের প্রথম তিন দিনে প্রচারিত হবে।

salman

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন