ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রিয়াংকা চোপড়াকে বয়কট ঘোষণা!

প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৫ জুন ২০১৬

সময়টা বেশ ভালোই কাটছিল বলিউড গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়ার। বলিউড ও হলিউডে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে কুড়িয়ে নিয়েছেন দর্শক সমালোচকদের ভালোবাসা। সম্প্রতি মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াংকা প্রযোজিত একটি ভোজপুরি ছবি।

আর সে ছবির প্রচারণা করতে গিয়েই বিপদের মুখোমুখি হলেন নায়িকা। অবশ্য বিপত্তি ঘটিয়েছেন প্রিয়াংকার ব্যক্তিগত দেহরক্ষী।

জানা গেছে, ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’ নামক ছবিটির প্রচারণায় পাটনা গিয়েছিলেন প্রিয়াংকা। সেখানেই তার প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে বেশ বাজে ব্যবহার করেন প্রিয়াংকার দেহরক্ষী। এ নিয়ে দেহরক্ষীকে সাংবাদিকরা সতর্ক করলেও উল্টো আরো আগ্রাসী হয়ে ধাক্কা দিয়ে বসেন গণমাধ্যমকর্মীদের। দেহরক্ষীর এমন অপমানের জেরে প্রিয়াংকার অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন উপস্থিত সকল সাংবাদিক।

শুধু তাই নয়, শিগগিরই প্রিয়াংকা এর কোন উপযুক্ত ব্যবস্থা না নিলে আর কখনোই তার অনুষ্ঠানে সাংবাদিকরা আসবেন না বলে ঘোষণা দিয়েছে বেশ কিছু সাংবাদিক সংগঠন।

আরএএইচ/এলএ/এমএস

আরও পড়ুন