ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মধুর ব্যস্ততায় উর্মিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৫ জুন ২০১৬

আন্তরিকতা আর আচরণের মুগ্ধতায় শোবিজ এবং ভক্তদের কাছে প্রিয়মুখ তিনি। নানামাত্রিক চরিত্র নিয়ে ছোটপর্দায় তার উপস্থিতি যে কোনো নাটক-টেলিফিল্মকে দর্শকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রাখে। বলছি লাক্সতারকা ও জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের কথা। জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে সময়যাপন করছেন মধুর ব্যস্ততায়। ঈদকে ঘিরে নাটক-টেলিছবির শুটিংয়ে দিন রাত এক হচ্ছে তার!

সকাল থেকে সন্ধ্যা এমনকি মধ্যরাত অবধি লাইট-ক্যামেরার সামনেই থাকতে হচ্ছে উর্মিলাকে। এরমধ্যেই তিনি শেষ করেছেন কয়েকটি নাটকের দৃশ্যায়ণ। যার মধ্যে রয়েছে ‘দ্য লাস্ট চ্যাপ্টার’, ‘নাম কী’, ‘ক তে কাজী’, ‘ছবি’, ‘বিড়াল বিড়ম্বনা’, ‘বাই সাইকেল ভালোবাসা’, ‘এসেছিলে তবু আসোনি’ ইত্যাদি নাটকগুলো। আগামীতে আরো কিছু নাটকে অভিনয় করবেন।

Urmila

জাগো নিউজের সঙ্গে আলাপকালে উর্মিলা জানালেন, ‘আগামী ঈদে আমার ১৫-২০টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এরমধ্যে ৪ এবং ৬ পর্বের বিশেষ ধারাবাহিকও দেখতে পাবেন দর্শকরা। তবে সবগুলো নাটকের মানের কথাও মাথায় রেখে কাজগুলো করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা নাটকে কাজের আগে স্ক্রিপ্টে চুজি ছিলাম এবং গল্পে মনোযোগী হয়েছি। যার কারণে কাজগুলো ভালো হবে বলে আশা করি।’

এছাড়া এবারে নাটকের কাজে উর্মিলার নতুন অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। এবারই প্রথম কয়েকটি নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন রওনক আহমেদ এবং কুসুম শিকদারকে। তাছাড়া ক’জন নির্মাতাও আছেন যাদের সঙ্গে প্রথমবার কাজ করা হলো। আসছে ঈদে এখন পর্যন্ত উর্মিলা কাজ করেছেন কৌশিক শংকর দাস, শিহাব শাহীন, এজাজ মুন্না, সকাল আহমেদ, তানিম রহমান অংশু, রাসেল শিকদার, গৌতম কৈরী ছাড়াও আরো বেশ কয়েকজন নির্মাতার নির্দেশনায়।

Urmila

এত ব্যস্ততার কারণে এখনো ঈদের কোনো টেলিভিশন প্রোগাম কিংবা বিভিন্ন শো-তে হাজির হতে পারেননি উর্মিলা। তিনি বলেন, ‘প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে। তবে এই ব্যস্ততায় বিরক্তি নেই। বরং উপভোগ করছি। ঈদের কাজগুলো একটু স্পেশাল হয় গল্প ও নির্মাণে। তাই কাজ করতে বেশি আগ্রহ কাজ করে। তবে আমার ইচ্ছে আছে কয়েকটি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে উপস্থিত থাকার। এই ব্যস্ততার ফাঁকেই সময় বের করতে হবে।’

নাটকে জনপ্রিয়তা লাভের পর অনেকে পাড়ি জমান রুপালী পর্দায়। সেক্ষেত্রে উর্মিলা এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি। কারণ হিসেবে উর্মিলা বলেন, ‘আমি মনে করি এখনো চলচ্চিত্রে কাজ করার অনেক সময় আছে। নিজেকে আরো গুছিয়ে নিতে চাচ্ছি। এত বড় মাধ্যমে কাজ করে যেনতেন ব্যাপার না। তাছাড়া এই মুহুর্তে আমি চলচ্চিত্রের জন্য ঠিক প্রস্তুতও না। সেজন্য কয়েকটি ছবির কাজের প্রস্তাব হাসিমুখে ফিরিয়ে দিতে হয়েছে।’

Urmila

তবে চলচ্চিত্রে কাজের পরিকল্পনা জানিয়ে উর্মিলা বলেন, ‘আমি যখন চলচ্চিত্রে কাজ করবো তখন অফ ট্র্যাকের ছবিকেই প্রাধান্য দেব। কারণ ভিন্নধারার ছবিই আমার কাছে বেশি ভালো লাগে। উদাহরণ টেনে বলেন, ‘হঠাৎ বৃষ্টি’র মত ছবিতে কাজ করার খুব ইচ্ছে আমার। তবে সবকিছু হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান উর্মিলা।

এলএ/আরআইপি

আরও পড়ুন