ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পরিবেশ দিবসে মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৩ জুন ২০১৬

ম্যাড থেটারের প্রথম নাটক ‘নদ্দিউ নতিম’। এটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নির্মিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।

জানা গছে, রোববার নাটকটির একাদশ প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

বাংলাদেশে নিরন্তর থিয়েটার চর্চায় সংযুক্ত নতুন পালকের নাম ম্যাড থেটার। হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ দিয়ে যাত্রা শুরু ম্যাড থেটারের। এর নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসংগীত করেছেন আর্য মেঘদূত।

গত বছরের ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। চলতি বছরের এপ্রিল মাসের ৯ তারিখ রাজশাহী থিয়েটার আয়োজিত ‘মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব’ ও ১৬ তারিখে মনিপুরি থিয়েটার আয়োজিত বিষু উৎসবে ম্যাড থেটার ঢাকার বাইরে নাটকটির ২টি প্রদর্শনী করে। বিগত কয়েক মাসে ঢাকা ও ঢাকার বাইরে মঞ্চ নাটকটির দর্শকপ্রিয়তা বিশেষ লক্ষ্যণীয়।

এলএ/এআরএস/পিআর