দীপ্ত টিভিতে শুরু হচ্ছে সুলতান সুলেমানের সিজন-২
বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির জনপ্রিয় বিদেশি সিরিয়াল ‘সুলতান সোলেমান’। তুরষ্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব নিয়ে নির্মিত এই সিরিয়ালটি বিশ্বজুড়েই জনপ্রিয়তা পেয়েছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও। সাফল্যের সঙ্গেই দীপ্ত টিভি এরইমধ্যে এর প্রথম সিজনের প্রচার শেষ করেছে।
সেই সাফল্যে অনুপ্রাণীত হয়ে এবার শুরু হচ্ছে ‘সুলতান সুলেমান’র দ্বিতীয় সিজন। আজ রোববার (২৯ মে) থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ ‘সুলতার সুলেমান’ এর সিজন-২। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা ৩০মিনিটে প্রচারিত হবে বিদেশি ধারাবাহিকটি। পরে রাত ১০টায় পুনঃপ্রচার করা হবে।
প্রায় সাতশ বছর ধরে তুরষ্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।
এলএ/পিআর