ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিলে অংশ নেবেন তাশরীফ, দিলেন দাওয়াত

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৩০ মার্চ ২০২৫

ঢাকার আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে সুলতানি আমলের রীতিতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন ঘোষণা দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনা দেখা যায়। শোবিজের অনেক তারকারাও এটির প্রশংসা করেছেন।

আজ (৩০ মার্চ) নিজের ফেসবুকে সুলতানি আমলের রীতিতে ঈদ মিছিল প্রসঙ্গে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তাশরীফ খান একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি অনেক উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘গত কয়দিন যাবত একের পর এক ভালো সংবাদ আর সাথে ঈদ মিলে একটা দারুণ আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই আনন্দ সবার সাথে ভাগাভাগী করে নিতে ঈদের দিন সকালে আমিও আসছি চীন-মৈত্রী মিলনায়তনে (পুরাতন বাণিজ্য মেলার মাঠে)। সকাল ৮টা ৩০ মিনিটে এ ঈদের জামাত শুরু হবে। তার আগেই চলে আসবো। সবার সাথে একসাথে ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নামাজের পরপর সুলতানী আমলের সাথে মিল রেখে যেই র‍্যালি এর আয়োজন করা হয়েছে এটা নিয়ে আমার এক্সাইটমেন্ট বেশি। ভাইব্রাদার, বন্ধুদের নিয়ে দল, মত নির্বিশেষে সবাই মিলে চলে আসুন একসাথে আনন্দ করব। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ আয়োজন ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে আজ (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ এ অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী, জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং কাওয়ালী ও মাইজভান্ডারি পরিবেশনায় থাকবেন আহমেদ নূর আমেরী।

গান, ঈদের জামাত, ঈদুল ফিতর, মিউজিক, সংগীত, বিনোদন, তাশরীফ খানসুলতানী আমলের রীতিতে ঈদ মিছিলে অংশ নেবেন তাশরীফ, দাওয়াত দিলেন অনুরাগীদেরতাশরীফ খান। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া

বিজ্ঞাপন

সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ট মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ ওয়ারেছ হোসেন, সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করবেন আহমেদ নূর আমেরী ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ খ্যাত ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন