ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইউটিউবে মামুন ও আশার মিউজিক ভিডিও ‘ঈদ এলো ঈদ’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২৫

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। সেই ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছে এফকে মিউজিক ভিডিও স্টেশন। কবি ও সাংবাদিক রফিক মুয়াজ্জিনের লেখা ‘ঈদ এলো ঈদ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডল ও আফরোজ জাহান আশা।

গানটি সুর করেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা কণ্ঠশিল্পী সাজু আহমেদ সরকার। সংগীতায়োজন করেছেন প্রিতম কবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুড়িগ্রামের একটি মনোরম রিসোর্টে এ গানের চিত্রায়ন করা হয়েছে। এতে অভিনয় করেছেন মিতালী ও জাহিদসহ অন্যরা। ভিডিও ডিরেক্টশন দিয়েছেন এফকে বাবু। চিত্রগ্রহণ করেছেন অনিক দাস।

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী মামুন মন্ডল ও আফরোজ জাহান আশা বলেন, দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে আমাদের এ আয়োজন। গানটি নিয়ে আমরা খুবই আশাবাদী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফকে মিউজিক ভিডিও স্টেশনের কর্ণধার এফকে বাবু বলেন, এখন পর্যন্ত যতগুলো ঈদের গান রিলিজ হয়েছে, সেগুলোর মধ্যে আমাদের এ গানটি ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা করছি। মামুন ভাই ও আফরোজ জাহান আশা চমৎকার গেয়েছেন। আশা করছি, গানটি দর্শকদের মনে জায়গা করে নেবে।

বিএ/জিকেএস

বিজ্ঞাপন