ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইউটিউবে মুক্তি পেলো স্পর্শিয়ার অবিশ্বাস

প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৫ মে ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মোমেন্টস’র সাফল্যের পর নির্মাতা সংস্থা মোশন ভাস্কর এবারে নিয়ে এসেছে ‘অবিশ্বাস’ নামে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য। ২৪শে মে রাতে প্রযোজনা সংস্থা থ্রি পিলারস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে পৌনে ছয় মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।

ভিকি জাহেদ পরিচালিত ‘অবিশ্বাস’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার শামীম হাসান সরকারকে। এটির চিত্রগ্রহন করেছেন বিদ্রোহী দীপন ও সম্পাদনায় ষাইফ রাসেল।

অবিশ্বাস নিয়ে পরিচালক ভিকি জানালেন, ‘এটি একটি ভিন্ন আঙ্গিকের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। ১৭ শতকের রাশিয়ান একটি রুপকথার মূলভাবনায় নির্মিত হয়েছে অবিশ্বাস। এই গল্পকে বর্তমান সময়ের ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে। আশা করছি বিগত কাজ মোমেন্টসের মত এটিও দর্শকপ্রিয়তা পাবে।’

দেখুন অবিশ্বাসের ভিডিও :


এলএ/পিআর

আরও পড়ুন