ঢাকাই ছবির নতুন রসায়নে সাইমন-মিষ্টি
ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি হিসেবে আবির্ভাব ঘটছে চিত্রনায়ক সাইমন সাদিক এবং মিষ্টি জান্নাতের। এবারই প্রথমবার তারা জুটি বেঁধে কাজ করছেন ‘তুই আমার’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সজল আহমেদ।
ইতোমধ্যেই ছবির ষাট ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে শুটিং চলছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে। নির্মাতা বলছেন, ‘আগামী কোরবানির ঈদের জন্য ছবিটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
মিষ্টির সঙ্গে জুটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘মিষ্টি খুব মিষ্টি একটা মেয়ে। ওর ব্যবহারও খুব চমৎকার। আমাদের প্রজন্মে যে ক’জন মেধাবী-সম্ভাবনাময় অভিনেত্রী রয়েছেন মিষ্টি তাদের অন্যতম একজন। ওর সঙ্গে প্রথমবার কাজ করতে দারুণ লাগছে। আর জুটির ব্যপারটি নির্ভর করে দর্শকদের উপর। দর্শকরাই কালে কালে জুটি গড়ে দিয়েছেন। তাই আমরাও দর্শকের রায়ের অপেক্ষায় আছি।’
এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘সাইমন ইন্ডস্ট্রির জনপ্রিয় নায়কদের একজন। তার বেশ কিছু ছবি দর্শকদের ভালোবাসা পেয়েছে। সাইমনের কাজের প্রতি মনযোগ ও সততা আমাকে মুগ্ধ করেছে। তার সঙ্গে জুটি হয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর জুটি হিসেবে আমরা নিয়মিত হবো কি না সেটা সম্পূর্ণই দর্শকদের উপর নির্ভর করে। তারা চাইলে আমরা নতুন জুটি হিসেবে অবশ্যই নিয়মিত হবো।’
‘তুই আমার’ ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন জাগো নিউজকে বলেন, ‘ছবির গল্পে দেখা যাবে মিষ্টি অনেক বড়লোকের মেয়ে। আমি তার বন্ধু। পারিবারিকভাবে আমার মায়ের সঙ্গে মিষ্টির মায়ের সম্পর্ক থাকে। আমরা একসাথে চলাফেরা করি। এরমধ্যে মিষ্টি আমাকে ভালোবাসে। কিন্তু সে অনেক বড়লোকের মেয়ে হওয়ায় আমি তার প্রেমের প্রস্তাবে রাজি হইনা। তবে মনে মনে তাকে আমিও ভালোবাসি। সেটা তাকে বুঝতে দেই না। এছাড়াও গল্পে অনেক চমক থাকবে।’
সাইমন আরো বলেন, ‘তুই আমার ছবির গল্পটি রোমান্টিক পারিবারিক এবং সামাজিক ছবি। এছাড়া গল্পের একটা নিজস্বতা আছে যেটা দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
মিষ্টি বলেন, ‘এই ছবিটিতে সাইমন ও আমার প্রেমের উপস্থাপন ভালো লাগবে দর্শকদের। এখানে খাপছাড়া কিছু নেই। চমৎকার একটি গল্পের উপর দাঁড়িয়ে তৈরি হচ্ছে ‘তুই আমার’। আমার বিশ্বাস, আসছে কোরবানি ঈদে দর্শকের সেরা পছন্দ হবে ছবিটি।’
নির্মাতা সজল আহমেদ বলেন, ‘আগামীতে গানের শুটিং এর জন্য আমরা দেশের বাইরে যাবো। চেষ্টা করছি তু আমার ছবির মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার দেওয়ার জন্য।’
প্রসঙ্গত, বাংলাদেশি চলচ্চিত্রে সাইমন সাদিকের অভিষেক ঘটে গুণী পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী-হুজুর’ চলচ্চিত্রের মাধ্যমে। ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। এরপর সাইমন উপহার দিয়েছেন ‘পোড়ামন’, ‘ব্ল্যাকমানি’, ‘পুড়ে যায় মন’, ইত্যাদি ব্যবসা সফল ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘অজান্তে ভালোবাসা’ নামের ছবিটি। এখানে তিনি অভিনয় করেছেন আলিশা প্রধানের বিপরীতে।
অন্যদিকে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমা ‘লাভ স্টেশন’ চলচ্চিত্র দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মিষ্টি হাসির মেয়ে মিষ্টি জান্নাত। তারপর তিনি কাজ করেছেন ‘চিনিবিবি’ নামের ছবিটিতে।
ডাক্তারি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা মিষ্টি চলচ্চিত্রে নিয়মিত ছিলেন না। তবে সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ নিয়ে সরব হয়েছেন তিনি। কাজ করছেন ‘তুই আমার’সহ বেশ কিছু ছবিতে। পাশাপাশি ওপার বাংলার নায়কদের নিয়ে কিছু যৌথ প্রযোজনার ছবি নির্মাণেরও পরিকল্পনা করছেন মিষ্টি।
ইন্ডাস্ট্রির নতুন জুটি সাইমন-মিষ্টির জন্য শুভকামনা। তাদের পর্দা রসায়নে জমে উঠুক চলচ্চিত্রের বাজার।
এলএ/আরআইপি