জেসিকার হত্যাকারীর প্যারোলে মুক্তি
ভারতের মডেল জেসিকা লাল হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্ধার্থ বশিস্ট ওরফে মনু শর্মা ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। পরীক্ষায় বসার জন্য মুক্তি পান তিনি।
১৯৯৯ সালে দিল্লির মডেল জেসিকাকে খুন করে মনু শর্মা। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে বলিউড তৈরি হয় ‘নো ওয়ান কিলড জেসিকা’।
প্রসঙ্গত, পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় বসার জন্য প্যারোল চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানায় শর্মা। শনিবার তার আবেদন মঞ্জুর করেন বিচারপতি এস মুরলিধর। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ৩৭ বছরের শর্মার আবেদন মঞ্জুর করে আদালত। পাশাপাশি কোনোভাবেই সে রাজধানীর বাইরে যেতে পারবে না বলে নির্দেশ দেয়া হয়।
প্যারোলের শর্ত হিসেবে, ওই ৩০ দিন জেসিকা ও তার পরিবারের আবাসন থেকেও দূরে থাকতে বলা হয়েছে শর্মাকে। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে শর্মার ফাইনাল পরীক্ষা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছে মনু শর্মা।