দুই নায়িকা পছন্দ করে বিপাকে কার্তিক
করণ জোহর চলতি বছরের জন্য আরও একটি রোমান্টিক গল্পের সিনেমার ঘোষণা দিয়েছেন। এর নায়ক কার্তিক আরিয়ান। ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ঘোষণার পর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে।
সেইসঙ্গে ছবিতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়েও কৌতুহলী দর্শক। বলিউড হাঙ্গামা বলছে, অনেক অভিনেত্রীই এই ছবির নায়িকা চরিত্রটি পাওয়ার জন্য চেষ্টা করছেন। তবে প্রযোজক করণের পছন্দের তালিকায় এগিয়ে আছে দুটি নাম। তারা হলেন শর্বরী ও অ্যানন্যা পান্ডে। আপাতত কার্তিকের নায়িকা হতে এই দুই অভিনেত্রীর মধ্যে একটা নিরব প্রতিদ্বন্দ্বিতা চলছে।
সূত্রের মতে, করণ জোহর এবং কার্তিক আরিয়ান উভয়েই ছবির জন্য শর্বরী এবং অ্যানন্যা পান্ডেকে নিয়ে আগ্রহী। দুজনেই মনে করছেন, শর্বরী এবং অ্যানন্যা উভয়ই প্রতিভাবান অভিনেত্রী। তাদের স্ক্রিন উপস্থিতি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র মতো একটি রোমান্টিক কমেডি ছবির জন্য উপযুক্ত। এর আগে দুজনেই এ ধরনের আমেজের গল্পে কাজ করেছেন। তাই কাকে রেখে পছন্দ করবেন সে নিয়ে দোটানায় রয়েছেন করণ ও কার্তিক।
সূত্রটি আরও জানিয়েছে, আগামী সপ্তাহেই ছবির নায়িকা চূড়ান্ত করা হবে। তারপর বাকি প্রস্তুতি নিয়ে আসছে মে মাসে শুটিংয়ে যাবে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার টিম।
এলআইএ/এমএস