ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে সেরা অভিনেত্রী করিনা, অভিনেতা দিলজিৎ
‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে। এতে পুরস্কৃত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, মণীষা কৈরালা, অনন্যা পাণ্ডে, সঞ্জয় লীলা বনশালিসহ আরও অনেক তারকা। পুরস্কার প্রদান উপলক্ষে ১ ডিসেম্বর মুম্বাইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে পুরস্কার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি পুরস্কার পেয়েছে ‘হীরামণ্ডি’ সিনেমাটি। ঠিক তারপরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এ সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন কারিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ।
এবার একনজরে দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড’র তালিকা-
সিরিজ ক্যাটাগরি
সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান।
সেরা অভিনেতা (কমেডি): রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)।
সেরা অভিনেতা (ড্রামা): গগন দেব (স্ক্যাম ২০০৩)।
সেরা অভিনেত্রী (কমেডি): গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)।
সেরা অভিনেত্রী (ড্রামা): মনীষা কৈরালা (হীরামাণ্ডি)।
সেরা প্রোডাকশন (ডিজাইন): সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)।
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)।
আরও পড়ুন:
- একছাদের নিচে অভিষেক-ঐশ্বরিয়া, বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নতুন ভিডিও
- ৫০ কোটিতে সবিতা-নাগার বিয়ের ভিডিও বিক্রির গুঞ্জন
ফিল্ম ক্যাটাগরি
সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা।
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)।
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)।
সেরা অভিনেত্রী: করিনা কাপুর (জানে জান)।
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)।
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)।
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)।
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা।
সেরা মিউজিক: এ আর রহমান (অমর সিং চমকিলা)।
ক্রিটিকস ক্যাটাগরি
সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস।
সেরা সিনেমা: জানে জান।
সেরা অভিনেতা (সিনেমা): জয়দীপ আওলাত।
সেরা অভিনেত্রী (সিনেমা): অনন্যা পাণ্ডে।
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বাই মেরি জান)।
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি।
এমএমএফ/এমএস