ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুক্তির ১১তম দিন

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমাকে টপকে ‘সিংহাম এগেইন’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২৪

‘ভুল ভুলাইয়া-৩’ ও ‘সিংহাম এগেইন’ যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। শুরুর দিকে বক্স অফিসের আয়ের নিরিখে ‘ভুল ভুলাইয়া-৩’ এগিয়ে ছিল। কিন্তু ১১তম দিনে এসে ভিন্ন চিত্র দেখা গেছে। গত ১ নভেম্বর সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

বক্স অফিসের রিপোর্টে দেখা গেছে, রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম এগেইন’ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। জানা গেছে, মুক্তির ১১তম দিনে ‘সিংহাম এগেইন’ ৩৩৬.৩৫ কোটি রুপি আয় করেছে (বাংলাদেশি মুদ্রায় ৪৭৬ কোটি টাকারও বেশি)। অন্যদিকে নির্মাতা আনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমাটি ১১তম দিনে আয় করেছে ৩৩২.১৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৭০ কোটি টাকারও বেশি)।

এবারের দীপাবলিতে সিনেমা দুটি বক্স অফিসে ঝড় তুলেছে। দুয়ের মধ্যে বেশ লড়াই হচ্ছে! বলা চলে, বহুদিন পর ভালো ব্যবসার মুখ দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। ১ নভেম্বরই মুক্তির পর থেকেই অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ ও কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-৩’ দর্শকরা লুফে নিয়েছেন। এরই মধ্যে দুটি সিনেমার মুক্তির পর কেটে গেছে ১১ দিন।

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় রুহবাবা অর্থাৎ কার্তিক আরিয়ান আরও একবার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছন। এবার এ হরর কমেডিতে কার্তিকের সঙ্গে নতুন সংযোজন ছিলেন মাধুরী দীক্ষিত। এছাড়া মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালানও নজর কেড়েছেন। তৃপ্তি দিমরি এবং রাজপাল যাদবের মতো তারকারা এই সিনেমায় তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।

জানা গেছে, দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অনীশ বাজমি। বলিউড সূত্র বলছে, সিনেমার চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। ‘ভুল ভুলাইয়া-৩’র মতো চতুর্থ পর্বতেও থাকবে ব্যাপক চমক। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান, তেমনি চতুর্থ পর্বেও থাকবেন তিনি। শুধু তাই নয়, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে চাননি নির্মাতারা।

আজ থেকে ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। হঠাৎ করেই দুবছর আগে নির্মাতা অনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি!

এমএমএফ/এএসএম

আরও পড়ুন