ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রতন টাটার মৃত্যুতে ভেঙে পড়েছেন এ বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:২২ পিএম, ১০ অক্টোবর ২০২৪

ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর রাতে ৮৬ বছর বয়সে মারা গেছেন। দেশটির সাধারণ মানুষ ছাড়াও শোবিজের তারকার এ তার মৃত্যুতে শোক জানাচ্ছেন। বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের প্রিয় বন্ধু ছিলেন রতন টাটা। বন্ধুর চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সত্যজিতের নায়িকা সিমি গারেওয়াল।

রতন টাটার মৃত্যুর সংবাদ জানার পর সিমি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তাতে বোঝা যাচ্ছে বন্ধুর মৃত্যুতে তার হৃদয়টা হাহাকার করছে। এ অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলছে তুমি চলে গেছ। তোমার মৃত্যু মেনে নেওয়া ভীষণ কঠিন! ভীষণ! ভালো থেকো বন্ধু।’

অনেকবার গুঞ্জন শোনা গেছে, রতন টাটা ও সিমি গারেওয়ালে মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বরাবরই তা অস্বীকার করেছেন এ অভিনেত্রী। তাদের প্রেমের সম্পর্ক না থাকলে সিমি-রতন ভালো বন্ধু ছিলেন- এ কথা সবাই স্বীকার করতেন।

শিল্পপতি রতন টাটার মৃত্যতে আরও কয়েকজন বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লক্ষ মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গেছেন। আপনার নেতৃত্ব এবং উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনি আমাদের দেশের জন্য যা কিছু করেছেন, তাতে আপনার আবেগ ও উৎসর্গ ছিল স্পষ্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা, খুব মিস করব স্যার।’

সালমান খান একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ আনুশকা শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘রতন টাটার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এ মানুষটি যা করেছেন, তার মাধ্যমে তিনি সততা, বিনয় এবং মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন। তিনি সত্যিকার অর্থেই ভারতের আইকন এবং তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’

সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভান্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন, তার আত্মা শান্তি পাক।’

গভীর শোক প্রকাশ করে অজয় দেবগন লিখেছেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে পুরো বিশ্ব শোকাহত। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তার অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’

এমএমএফ/এলএ/ এএসএম

আরও পড়ুন