ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এমপি কঙ্গনার ছবি আটকালো ভারতের সেন্সরবোর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

বাস্তবজীবনে নেত্রী হওয়ার আগে, পর্দায় নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ‘থালাইভি’ ছবিতে রাজনীতিক জয়ললিতার চরিত্রে অভিনয়ের পর ‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির আগেই নির্বাচনে জিতে দেশটির এমপি হন বলিউড তারকা কঙ্গনা। তবে সংসদ সদস্য হিসেবে দেশটির সেন্সরবোর্ড ছাড় দেয়নি তাকে। কৌশলগত কারণে বেশ কয়েকবার মুক্তি স্থগিত হওয়ার পর মুক্তির একদিন আগে ছবিটি আটকে দিল সেন্সরবোর্ড।

শোনা যাচ্ছে, অপারেশন ব্লুস্টার প্রসঙ্গের সঙ্গে ১৯৭৫ সালের ভারতের জরুরি অবস্থার ২১ মাস সময়কে নতুন ছবিতে তুলে ধরেছেন কঙ্গনা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকাল, জরুরি অবস্থা থেকে ইন্দিরা হত্যাই ছবির মূল কাহিনি। আগামীকাল শুক্রবার ‘ইমার্জেন্সি’ মুক্তির কথা ছিল। সেন্সরবোর্ড এখনো ছবিটির ছাড়পত্র দেয়নি।

এর আগে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা জানিয়েছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এই ছবি প্রদর্শনের অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ছাড়পত্র মিললেও হুমকির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড। এমনকি সেন্সরবোর্ড সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে।’ কঙ্গনার দাবি, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে তাকে। সেগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধীর হত্যা এবং পাঞ্জাব দাঙ্গা প্রসঙ্গ।

কঙ্গনা অভিনীত সর্বশেষ ছবি ‘মণিকর্ণিকা’। এ ছবির মতো ‘ইমার্জেন্সি’ও পরিচালনা করেছেন কঙ্গনা নিজেই। এই ছবিতে কঙ্গনার চরিত্রটিকে নিখুঁত করে তোলা হয়েছে। এ নিয়ে এখনই প্রশংসায় ভাসছেন তিনি। এ কারণে অস্কারজয়ী প্রস্থেটিক শিল্পী ডেভিড মালিনস্কিকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন কঙ্গনা। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য ২০১৮ সালে বাফটা এবং অস্কার জিতে নিয়েছিলেন ডেভিড মালিনস্কি। এছাড়া ‘ব্যাটম্যান’ ছবিতে ডেভিডের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের।

আরএমডি/জেআইএম

আরও পড়ুন