ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রণজয়ের বলিউড যাত্রা, শুরুতে যে চরিত্রে দেখা যাবে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৬ জুলাই ২০২৪

সাবেক প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের শুরু থেকেই অনেকবার আলোচনায় এসেছেন রণজয় বিষ্ণু। তাদের প্রেম কাহিনি নিয়ে নানান ধরনের মুখরোচক গল্প শোনা গেছে বিভিন্ন সময়ে।

এবার নতুন আলোচনায় এসেছেন রণজয় বিষ্ণু। মুলায়ম সিং যাদবের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আসছেন তিনি। এর নাম ‘ম্যায় মুলায়ম’। আজ (২৬ জুলাই) প্রেক্ষাগৃহে অজিত সিংয়ের ভূমিকায় দর্শকের সামনে আসছেন রণজয়।

‘ম্যায় মুলায়ম’ সিনেমার ট্রেলারে এরই মধ্যে রাজনীতিকের ভূমিকায় সাদা পোশাকে, কালো মোটা ফ্রেমের চশমায় নজর কেড়েছেন টালিউডে রণজয় বিষ্ণু। তিনি মূল চরিত্রে না থাকলেও বায়োপিকের এক গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাবে। রাষ্ট্রীয় লোক দলের নেতা অজিত সিংয়ের চরিত্রে রূপদান করেছেন রণজয়।

রণজয় ২০২০ সালে ‘ম্যায় মুলায়ম’সিনেমার জন্য মুম্বাইয়ে লুক টেস্টের জন্য গিয়েছিলেন। রণজয়ের প্রথম এটিই প্রথম বলিউড সিনেমা।

মুলায়ম সিং যাদবের ছাত্রজীবনের রাজনীতি থেকে শুরু করে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়া- সবই তুলে ধরা হবে তার ‘ম্যায় মুলায়ম’সিনেমায়। স্বাভাবিকবশতই জরুরি অবস্থার প্রেক্ষাপটও সিনেমায় দেখা যাবে।

‘ম্যায় মুলায়ম’ সিনেমায় সুপ্রিয়া কার্নিক ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবিন্দ নমদেও চৌধুরী চরণ সিংয়ের রূপে ধরা দেবেন। নাথুরামের ভূমিকায় মুকেশ তিওয়ারি। এ সিনেমায় এ ছাড়াও জরিনা ওয়াহাব, অনুপম শ্যাম, প্রকাশ বেলাওয়াড়িরাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন