ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যেভাবে পরিচিতি পেলেন জিজিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১০ জুলাই ২০২৪

এক মামুলি মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন জিজিনা। সাধারণ ব্র্যান্ডের পাশাপাশি কিছু ঘরোয়া ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ২০১৫ সালে ‘ব্যাঙ বাজা ভারত’ সিরিজের মধ্যদিয়ে পর্দায় অভিষেক হয় তার। পরে অভিনয় করেন ‘লাভ অন দ্য রান’ টিভি সিরিজে। তারপর এল ‘মির্জাপুর’। এই সিরিজ তাকে এনে দিল পরিচিতি। সিরিজের প্রথম পর্বে তার চরিত্র অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু দ্বিতীয় পর্ব থেকে শবনম হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।

মির্জাপুর পঙ্কজ ত্রিপাঠির শো। কিন্তু এই সিরিজ থেকে বেরিয়ে এসেছেন আনকোরা এক অভিনয়শিল্পী শেরনওয়াজ জিজিনা। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন আসার পর পরই দর্শকমহলে শুরু হয় আলোচনা। চতুর্থ সিজন আসবে! ‘মির্জাপুর-৩’-এ ছিল শবনম, পরের সিজনেও থাকবে। কীভাবে জায়গা করে নিলেন তিনি? জিজিনা বলেন, ‘এভাবেই হয়! আপনি কখনই আগাম বুঝতে পারবেন না যে, কোন কাজটা আপনার ক্যারিয়ার গড়ে দেবে বা আপনাকে ব্রেক দেবে। ২০১৮ সালে আমরা যখন “মির্জাপুর”-এর শুটিং শুরু করি, তখন আমি সবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছি। আমরা কেউই জানতাম না যে সিরিজটি এত হিট হবে আর কালজয়ী ওটিটি শো হয়ে উঠবে। সিজন-২ এল, ৩-এ আরও জমে উঠল। আজ নির্মাতারা আমাকে ভালোভাবে চেনেন। কাজের জন্য আমাকে ছুটোছুটি করতে হচ্ছে না। এটা মির্জাপুরের কারণেই হয়েছে।’

সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিজিনা বলেন, ‘মির্জাপুর সিজন-৩ চলাকালে এর চতুর্থ সিজনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। বর্তমানে সেটার চিত্রনাট্যের কাজ চলছে। যদিও সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে চতুর্থ সিজনে দর্শকের জন্য বড় চমক অপেক্ষা করছে।’

চার বছর অপেক্ষার পর ‘মির্জাপুর ৩’-এও কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ার ক্ষমতা দখলের লড়াই দেখেছেন দর্শক। সে লড়াই হয়ে উঠেছে আরও ভয়াবহ। সেখানে দেখানো হয়েছে নারীর ক্ষমতাও। যদিও নতুন সিজন দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকেরা ভাবছেন, এ কারণেই তড়িঘড়ি করে নতুন সিজনের পরিকল্পনা শুরু হয়েছে। এখন দেখার অপেক্ষা, জিজিনার কথা মতো কী চমক অপেক্ষা করছে ‘মির্জাপুর ৪’-এ?

আরএমডি/জেআইএম