‘টাইগার-৩’ মুক্তির আগে ভক্তদের প্রতি সালমান-ক্যাটরিনার অনুরোধ
বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। আগামীকাল (১২ নভেম্বর) দীপাবলির (কালীপূজা) আবহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এ সিনেমা।
‘টাইগার-৩’ দেখার জন্য টিকিটের অগ্রিম বুকিং বেশ সাড়া জাগিয়েছে। আর সিনেমাটি মুক্তির ঠিক একদিন আগে অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দিলেন সালমান খান ও ক্যাটরিনা। প্রত্যেককে অনুরোধ জানালেন ‘স্পয়লার্স’ দেওয়া থেকে তারা যেন বিরত থাকেন।
আরও পড়ুন: ‘টাইগার-৩’ সিনেমার অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া
শনিবার (১১ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা লিখলেন অভিনেতা সালমান খান। তিনি লেখেন, আমরা ‘টাইগার-৩’ তৈরি করেছি প্রচুর ভালোবাসা দিয়ে এবং আমরা আশা করছি যে আপনারা সিনেমাটি দেখেই স্পয়লার্স দেবেন না।’
We have made #Tiger3 with a lot of passion & we are counting on you to protect our spoilers when you see the film. Spoilers can ruin the movie-watching experience. We trust you to do what is right. We hope #Tiger3 is the perfect Diwali gift from us to you!! Releasing in cinemas…
— Salman Khan (@BeingSalmanKhan) November 11, 2023
তিনি আরও লেখেন, ‘স্পয়লার্স সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা বিশ্বাস করি আপনারা যেটা সঠিক সেটাই করবেন। আমরা আশা করছি ‘টাইগার-৩’ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পারফেক্ট উপহার হতে যাচ্ছে। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।’
একই বার্তা দিলেন ক্যাটরিনা কাইফ। তিনি লেখেন, ‘টাইগার-৩’ সিনেমার প্লট টুইস্ট ও সারপ্রাইজগুলোই এ সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলবে। তাই আপনাদের কাছে অনুরোধ, সিনেমার কোনো দৃশ্য ফাঁস করবেন না। আমাদের ভালোবাসার শ্রম সুরক্ষিত রাখার ক্ষমতা আপনাদের হাতেই রয়েছে। যাতে এ সিনেমা দর্শককে সেরা বিনোদন দিতে পারে। ধন্যবাদ ও শুভ দীপাবলি।’
আরও পড়ুন: তিন দেশে ‘টাইগার-৩’ নিষিদ্ধ হওয়ার গুঞ্জন
‘টাইগার-৩’ সিনেমা স্পাই ইউনিভার্সের বাকি দুই তারকা অর্থাৎ ‘পাঠান’-এর শাহরুখ খান ও ‘ওয়ার’ সিনেমার হৃত্বিক রোশনের দেখা মিলবে। ট্রেড অ্যানালিস্টদের একাংশের মতে প্রথম দিনে এ সিনেমার আয় ৪০ কোটি পার করবে।
অন্যদিকে অপর একাংশের দাবি প্রথম দিনে আয় ১৫ কোটির আশেপাশে থাকবে, কারণ উৎসবের দিন, যদিও সোমবার থেকে সেই পরিমাণ বাড়বে বলেও দাবি তাদের।
এমএমএফ/এমএস